জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর খাগড়াছড়ি পার্বত্য জেলা আয়োজনে ১৪ জুন ২০২৫(শনিবার) খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি মিলনায়তনে বিপ্লব ত্রিপুরার সভাপতিত্বে এক বর্ণাঢ্য “জেলা সাংগঠনিক প্রস্তুতি ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।
দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই সভায় জেলার ৯টি উপজেলার সংগঠকবৃন্দসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ ইমন–অঞ্চল তত্ত্বাবধায়ক(পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার), জাতীয় নাগরিক পার্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামজা ইবনে মাহবুব কেন্দ্রীয় সংগঠক, দক্ষিণাঞ্চল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাড. মনজিলা ঝুমা কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) সহ-সম্পাদক মানবাধিকার, সদস্য-আইন সেল, জাতীয় নাগরিক পার্টি (NCP), জাতীয় যুবশক্তি -এনসিপির কেন্দ্রীয় সংগঠক, হারিচুর রহমান রনি। সভায় বক্তারা দলীয় সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষভাবে আলোচনা হয় উপজেলা ও জেলা পর্যায়ে নতুন ও কার্যকর কমিটি গঠনের পরিকল্পনা সাংগঠনিক কার্যক্রমের গতি ও সমন্বয় বৃদ্ধির কৌশল, স্থানীয় জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে দলীয় উদ্যোগ ও রাষ্ট্রীয় সমন্বয়ের প্রয়োজনীয়তা।
খাগড়াছড়ি জেলা সংগঠক, আব্দুর রহমান ছায়াদ, থুইচিং মারমা,শুভ চাকমা, ওমর ফারুক জুয়েল, আকলিমা আক্তার, শাহাদাত হোসাইন ও ৯টি উপজেলা সংগঠকদের মাঝে উপস্থিত ছিলেন নোমান হাসান, শেখ সিনা রাসেল, ইমাম মেহেদী, সোহেল ত্রিপুরা, আদনান মুস্তাফি, পাইনু মারমাসহ আরো অনেকে।
বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় নাগরিক পার্টি অদূর ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জনগণ ও বিভিন্ন জাতিগোষ্ঠীর মোট জনসংখ্যার আনুপাতিক হারে নায্য সুযোগ বন্টনে আস্থা অর্জন করে একটি শক্তিশালী জনভিত্তিক বৈষম্যহীন রাজনৈতিক শক্তিতে পরিণত হবে।
এমএস