ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতার মতো শহর পৃথিবীতে নেই : জয়া আহসান চলতি মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে : রাশেদ প্রধান জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না : নাহিদ ইসলাম সংস্কারবিহীন কোনো নির্বাচন জামায়াত গ্রহণ করবে না: তাহের দুঃখিত, এবার আর তা হবে না: প্রেস সচিব জুলাই অভ‍্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার, কোনো দল বা ব্যক্তি নয় : জুলাই ঐক্য পদ্মা সেতুর মামলার প্রতিবেদন গায়ের জোরে দিয়েছে বিগত কমিশন : দুদক চেয়ারম্যান সবুজ পৃথিবী চাই: বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি

সরকার আইসিটি খাতের টেকসই ভিত্তি গড়তে কাজ করছে: ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে একটি ‘নীতিগতভাবে টেকসই ভিত্তি’ গড়ে তোলার জন্য সরকার সচেষ্টভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১২ জুন) ফ্রান্সের প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা, মিশনের উপপ্রধান কাজী এহসানুল হক এবং কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ তৈয়্যব বলেন, এ বছরের বাজেটে আমি নতুন কোনো প্রকল্প চাইনি। বরং অতীতের কিছু অপ্রয়োজনীয় ও ব্যর্থ প্রকল্প বাদ দিয়ে, টেকসই কাঠামো গড়ে তোলার দিকেই আমরা মনোনিবেশ করেছি।

তিনি জানান, আগামী অর্থবছর থেকে ফ্রিল্যান্সারদের জন্য প্রণোদনা পুনরায় চালুর লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষ থেকে ৯ ক্রেডিটের একটি আইসিটি কোর্স চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা তাদের চাকরি বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

আইসিটি খাতের কাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ডেটা ব্যবস্থাপনা, ক্লাউড সিস্টেম এবং ইলেকট্রিক ভেহিকেল (ইভি) খাতসহ প্রযুক্তির গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে নীতিগত ভিত্তি গড়ে তোলা হচ্ছে। যাতে ভবিষ্যতের সরকারগুলো এসব কাঠামোর ওপর ভর করে টেকসই উন্নয়নের পথে এগোতে পারে।

সভায় স্থানীয় প্রবাসী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ফরাসি গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর এর অধিবাসন বিষয়ক সাংবাদিক ও ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর মুখপাত্র সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ এবং সিনিয়র সাংবাদিক ও এফবিজেএর সহ-সমন্বয়ক মোহাম্মাদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী, এনসিপির প্রতিনিধি ইফতেশাম চৌধুরী ও ইশতিয়াক আকিব, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিনিধি মুহাম্মদ নুরুল ইসলাম এবং বাংলাদেশি পেশাজীবী, শিক্ষার্থী, সাংবাদিক ও আইটি সংশ্লিষ্ট ব্যক্তি, কমিউনিটির নেতারা অংশ নেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলকাতার মতো শহর পৃথিবীতে নেই : জয়া আহসান

সরকার আইসিটি খাতের টেকসই ভিত্তি গড়তে কাজ করছে: ফয়েজ আহমদ তৈয়্যব

আপডেট সময় : ০৯:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে একটি ‘নীতিগতভাবে টেকসই ভিত্তি’ গড়ে তোলার জন্য সরকার সচেষ্টভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১২ জুন) ফ্রান্সের প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা, মিশনের উপপ্রধান কাজী এহসানুল হক এবং কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ তৈয়্যব বলেন, এ বছরের বাজেটে আমি নতুন কোনো প্রকল্প চাইনি। বরং অতীতের কিছু অপ্রয়োজনীয় ও ব্যর্থ প্রকল্প বাদ দিয়ে, টেকসই কাঠামো গড়ে তোলার দিকেই আমরা মনোনিবেশ করেছি।

তিনি জানান, আগামী অর্থবছর থেকে ফ্রিল্যান্সারদের জন্য প্রণোদনা পুনরায় চালুর লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষ থেকে ৯ ক্রেডিটের একটি আইসিটি কোর্স চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা তাদের চাকরি বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

আইসিটি খাতের কাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ডেটা ব্যবস্থাপনা, ক্লাউড সিস্টেম এবং ইলেকট্রিক ভেহিকেল (ইভি) খাতসহ প্রযুক্তির গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে নীতিগত ভিত্তি গড়ে তোলা হচ্ছে। যাতে ভবিষ্যতের সরকারগুলো এসব কাঠামোর ওপর ভর করে টেকসই উন্নয়নের পথে এগোতে পারে।

সভায় স্থানীয় প্রবাসী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ফরাসি গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর এর অধিবাসন বিষয়ক সাংবাদিক ও ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর মুখপাত্র সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ এবং সিনিয়র সাংবাদিক ও এফবিজেএর সহ-সমন্বয়ক মোহাম্মাদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী, এনসিপির প্রতিনিধি ইফতেশাম চৌধুরী ও ইশতিয়াক আকিব, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিনিধি মুহাম্মদ নুরুল ইসলাম এবং বাংলাদেশি পেশাজীবী, শিক্ষার্থী, সাংবাদিক ও আইটি সংশ্লিষ্ট ব্যক্তি, কমিউনিটির নেতারা অংশ নেন।

কেকে