নাটোর প্রতিনিধি :
সরকার কতৃক ঘোষিত প্রনোদনার শতকরা ৫ টাকা পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় শ্রমিক এবং দৈনিক হাজিরার জনবলকে প্রতিমাসে দিতে হবে। কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার (চুক্তিভিত্তিক) জনবলদের মহার্ঘ ভাতা ঘোষণা করতে হবে। মৌসুমি জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিডিএ নিয়োগ সহ নানা দাবিতে নাটোরের নর্থবেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীদের ফটক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে নর্থবেঙ্গল সুগার মিলের প্রধান ফটকে এই সভা অনুষ্ঠিত হয়।
এই ফটক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সহ-সভাপতি মনিরুল ইসলাম অমল, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক কুদরত আলী।
তাদের দাবি আদায় না হলে কঠোর কর্মসুচি দেওয়ার হুশিয়ারি দেন ফটক সভার বক্তারা।
এমএস