ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন সেনাদের থেকে কুরস্ক মুক্ত করল রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে কুরস্ক অঞ্চল পুরোপুরি মুক্ত করেছে বলে জানিয়েছেন চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ।

শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুরস্ক অভিযানের সূচনা হয়েছিল ২০২৪ সালের আগস্টে। ওই সময় ইউক্রেন রুশ সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে হামলা চালায়। তাদের সেই অভিযানের লক্ষ্য ছিল রুশ সামরিক কার্যক্রম বিঘ্নিত করা, কিছু এলাকা দখল করা এবং রাশিয়াকে অন্য ফ্রন্ট থেকে সেনা সরাতে বাধ্য করা।

এদিন প্রেসিডেন্ট পুতিনকে রিপোর্ট পেশ করার সময় জেনারেল গেরাসিমভ বলেন, ‘কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর পরাজয় সম্পূর্ণ হয়েছে’।

সেই সঙ্গে, কুরস্ক অভিযানে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৭৬,০০০ সেনা হতাহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

গেরাসিমভ এ সময় উত্তর কোরীয় সেনাদের ভূমিকার কথাও স্বীকার করেন। বলেন, ‘তারা কুরস্ক মুক্তির অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং পেশাদারিত্ব ও সমন্বয়ের সঙ্গে কাজ করেছে’।

উল্লেখ্য, উত্তর কোরিয়া রাশিয়ায় ২০২৪ সালের নভেম্বর থেকে আনুমানিক ১০,০০০ থেকে ১২,০০০ সেনা পাঠিয়েছে। যারা রুশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কুরস্কে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে।

তাদের রুশ কমান্ডের অধীনে একীভূত করা হয় এবং তারা ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেয়।

এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন গেরাসিমভের রিপোর্টের জবাবে বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এই ‘দুঃসাহসিক অভিযান’ ব্যর্থ হয়েছে।

রুশ বাহিনী চলতি বছরের মার্চে কুরস্ক অঞ্চলের সুদঝা শহর দখলে নেয়। এরপর ইউক্রেনীয় সেনারা সীমান্তবর্তী এলাকায় পিছু হটে যায়।

অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রাসটেম উমেরভ এর আগে বলেছিলেন, কুরস্ক অঞ্চলে হাজার হাজার ইউক্রেনীয় সেনা ঘেরাও হয়েছে বলে রাশিয়ার যে দাবি, তা মিথ্যা।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ বাহিনী পূর্ব সীমান্তে সেনা জড়ো করছে। তাদের সম্ভাব্য লক্ষ্য হতে পারে ইউক্রেনের সুমি অঞ্চলে হামলা চালানো।

সূত্র: মেহর নিউজ

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন সেনাদের থেকে কুরস্ক মুক্ত করল রাশিয়া

আপডেট সময় : ১০:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে কুরস্ক অঞ্চল পুরোপুরি মুক্ত করেছে বলে জানিয়েছেন চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ।

শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুরস্ক অভিযানের সূচনা হয়েছিল ২০২৪ সালের আগস্টে। ওই সময় ইউক্রেন রুশ সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে হামলা চালায়। তাদের সেই অভিযানের লক্ষ্য ছিল রুশ সামরিক কার্যক্রম বিঘ্নিত করা, কিছু এলাকা দখল করা এবং রাশিয়াকে অন্য ফ্রন্ট থেকে সেনা সরাতে বাধ্য করা।

এদিন প্রেসিডেন্ট পুতিনকে রিপোর্ট পেশ করার সময় জেনারেল গেরাসিমভ বলেন, ‘কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর পরাজয় সম্পূর্ণ হয়েছে’।

সেই সঙ্গে, কুরস্ক অভিযানে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৭৬,০০০ সেনা হতাহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

গেরাসিমভ এ সময় উত্তর কোরীয় সেনাদের ভূমিকার কথাও স্বীকার করেন। বলেন, ‘তারা কুরস্ক মুক্তির অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং পেশাদারিত্ব ও সমন্বয়ের সঙ্গে কাজ করেছে’।

উল্লেখ্য, উত্তর কোরিয়া রাশিয়ায় ২০২৪ সালের নভেম্বর থেকে আনুমানিক ১০,০০০ থেকে ১২,০০০ সেনা পাঠিয়েছে। যারা রুশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কুরস্কে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে।

তাদের রুশ কমান্ডের অধীনে একীভূত করা হয় এবং তারা ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেয়।

এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন গেরাসিমভের রিপোর্টের জবাবে বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এই ‘দুঃসাহসিক অভিযান’ ব্যর্থ হয়েছে।

রুশ বাহিনী চলতি বছরের মার্চে কুরস্ক অঞ্চলের সুদঝা শহর দখলে নেয়। এরপর ইউক্রেনীয় সেনারা সীমান্তবর্তী এলাকায় পিছু হটে যায়।

অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রাসটেম উমেরভ এর আগে বলেছিলেন, কুরস্ক অঞ্চলে হাজার হাজার ইউক্রেনীয় সেনা ঘেরাও হয়েছে বলে রাশিয়ার যে দাবি, তা মিথ্যা।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ বাহিনী পূর্ব সীমান্তে সেনা জড়ো করছে। তাদের সম্ভাব্য লক্ষ্য হতে পারে ইউক্রেনের সুমি অঞ্চলে হামলা চালানো।

সূত্র: মেহর নিউজ

কেকে