ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত নাটোরে শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি গঠন হবে : সৈয়দা রিজওয়ানা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশের সঙ্গে বৈঠক পাকিস্তানের, যা বলছে গণমাধ্যম ইউরোপীয় ইউনিয়নের ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ নাটেরের নলডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু নাটোরে নিহত শিশু জুঁইয়ের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া ইউনিয়ন পরিষদের নেতাদের সম্মানে এবি পার্টির মতবিনিয়র সভা ও ইফতার মাহফিল

ছবি : সংগৃহীত

মো মীর মারুফ তাসিন, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া ১৩ ই মার্চ বিকাল ৫টায় নুরজাহান হোটেল এন্ড রেস্টুরেন্টে বুড়িচং-ব্রাহ্মণপাড়া ইউনিয়ন পরিষদের নেতাদের সম্মানে এক মতবিনিয়র সভা ও  ইফতার পার্টির আয়োজন করেন।

এ ইফতার মাহফিলে এবি পার্টির বুড়িচং উপজেলা সমন্বয়ক গাজী মোহাম্মদ মুসলিম উদ্দিন এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুমের উপস্থাপনায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে এবি পার্টি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মিয়া মোহাম্মদ তৌফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী, কুমিল্লা জেলার যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোঃ মাসুদ।

ইফতার পার্টিতে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত সংগঠনের কুমিল্লা মহানগর ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল কাইয়ুম ভূঁইয়া মুকুল ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, জেলার যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ, আশরাফুল আলম রতন, কুমিল্লা মহানগর পূর্বের সমন্বয়ক আব্দুস সালাম শাহীন, প্রচার ও মিডিয়া বিভাগের তৌহিদুর রহমান, মহানগর অফিস বিভাগের সেক্রেটারি মিজানুর রহমান, জেলার অফিস বিভাগ সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার সহ বাংলাদেশ ছাত্রপক্ষের বিভিন্ন কলেজের ছাত্র উপস্থিত ছিলেন।

ইফতারির পূর্ব মুহূর্তে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া ইফতার পার্টিতে উপস্থিত সকলকে মুবারকবাদ জানিয়ে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমরা সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাদের এই ইফতার পার্টি আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। এবি পার্টির অনুষ্ঠানের জন্য ভেন্যু বুকিং ও অতিথিদের আমন্ত্রণ জানানো হলেও, শেষ পর্যন্ত বিগত সরকারের বাধার কারণে আমাদের সেইসব আয়োজন বাতিল করতে হয়েছে। আজ আমরা আবারও আপনাদের এই মর্যাদাপূর্ণ ইফতার মাহফিলে স্বাগত জানাচ্ছি। একইসঙ্গে আমরা জুলাই বিপ্লবের সকল শহীদ ও নির্যাতিতদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাঁদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বৈরশাসন থেকে মুক্ত হয়েছে।

আমরা এমন এক সময়ে একত্রিত হয়েছি, যখন সমগ্র মুসলিম বিশ্ব পবিত্র রমজানের মাহাত্ম্য উপভোগ করছে। রমজান শুধুমাত্র সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি, আত্মসংযম ও আত্মনিবেদন করার মাস। রোজা রাখার মাধ্যমে আমরা নিঃস্ব ও অভাবগ্রস্ত মানুষের কষ্ট অনুধাবন করি যাতে আমাদের হৃদয়ে সহমর্মিতার বীজ বপন হয়। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা শুধু শারীরিক অনুশীলন নয়; বরং এটি আত্মার পরিশুদ্ধি, আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং ন্যায়পরায়ণতার অঙ্গীকার বাস্তবায়নে আমাদেরকে সাহায্য করে।

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি, যাতে বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় থাকে। প্রতিষ্ঠাকাল থেকেই আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা মনে করি, একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা টেকসই শান্তি ও উন্নয়নের জন্য অপরিহার্য। আমাদের দায়িত্ব হলো প্রত্যেক নাগরিকের মতামতকে গুরুত্ব দেওয়া, প্রতিটি সম্পপ্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দেশ গঠনে সবাইকে সমান সুযোগ দেওয়া। এবি পার্টি  দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই। এদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। আপনাদের ইফতার পার্টিতে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জাানাচ্ছি। আপনাদের এই ইফতার পার্টিতে অংশগ্রহণে আমরা উৎসাহিত হয়েছি। আসুন, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করি এবং সারাদেশে শান্তি, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও সাম্য প্রতিষ্ঠা করি।

মহানগর আহবায়ক বলেন, ‘ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গণতন্ত্র, জবাবদিহি, আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার এবং মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করতে চাই, বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে।’

এবি পার্টির কুমিল্লা মহানগর আহবায়ক আরো বলেন, ‘আমরা আশা করি, আমাদের দেশব্যাপী বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা আমাদের সম্মিলিত বিকাশের জন্য অ-হস্তক্ষেপ, সার্বভৌমত্ব এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের দেশব্যাপী নিয়মগুলোকে সম্মান করবে। গণতন্ত্র ও উদার বাণিজ্য অংশীদারত্বের মাধ্যমে আমাদের অঞ্চলের সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কুমিল্লা জেলায় ও মহানগরে কাজ করতে চাই।’

কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক আবু সালেহ বলেন পবিত্র কুরআনুল কারিম এই মাসে নাজিল হয়েছে। মানবতার মুক্তির দিশারী ও সত্য-মিথ্যার পার্থক্যকারী এই কিতাব। এই মাসে আমরা ধৈর্য, কৃতজ্ঞতা ও উদারতার সর্বোচ্চ গুণ অর্জনের চেষ্টা করি। তারাবির নামাজ আদায়, কুরআন তেলাওয়াত ও দান-সদকা করার মাধ্যমে আমাদের মাঝে দায়িত্ববোধ সৃষ্টি হয়। এই পবিত্র রমজান মাস আমাদের সবার জন্য বরকতময় হোক। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন।”

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত

কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া ইউনিয়ন পরিষদের নেতাদের সম্মানে এবি পার্টির মতবিনিয়র সভা ও ইফতার মাহফিল

আপডেট সময় : ০৪:৪০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

মো মীর মারুফ তাসিন, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া ১৩ ই মার্চ বিকাল ৫টায় নুরজাহান হোটেল এন্ড রেস্টুরেন্টে বুড়িচং-ব্রাহ্মণপাড়া ইউনিয়ন পরিষদের নেতাদের সম্মানে এক মতবিনিয়র সভা ও  ইফতার পার্টির আয়োজন করেন।

এ ইফতার মাহফিলে এবি পার্টির বুড়িচং উপজেলা সমন্বয়ক গাজী মোহাম্মদ মুসলিম উদ্দিন এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুমের উপস্থাপনায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে এবি পার্টি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মিয়া মোহাম্মদ তৌফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী, কুমিল্লা জেলার যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোঃ মাসুদ।

ইফতার পার্টিতে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত সংগঠনের কুমিল্লা মহানগর ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল কাইয়ুম ভূঁইয়া মুকুল ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, জেলার যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ, আশরাফুল আলম রতন, কুমিল্লা মহানগর পূর্বের সমন্বয়ক আব্দুস সালাম শাহীন, প্রচার ও মিডিয়া বিভাগের তৌহিদুর রহমান, মহানগর অফিস বিভাগের সেক্রেটারি মিজানুর রহমান, জেলার অফিস বিভাগ সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার সহ বাংলাদেশ ছাত্রপক্ষের বিভিন্ন কলেজের ছাত্র উপস্থিত ছিলেন।

ইফতারির পূর্ব মুহূর্তে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া ইফতার পার্টিতে উপস্থিত সকলকে মুবারকবাদ জানিয়ে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমরা সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাদের এই ইফতার পার্টি আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। এবি পার্টির অনুষ্ঠানের জন্য ভেন্যু বুকিং ও অতিথিদের আমন্ত্রণ জানানো হলেও, শেষ পর্যন্ত বিগত সরকারের বাধার কারণে আমাদের সেইসব আয়োজন বাতিল করতে হয়েছে। আজ আমরা আবারও আপনাদের এই মর্যাদাপূর্ণ ইফতার মাহফিলে স্বাগত জানাচ্ছি। একইসঙ্গে আমরা জুলাই বিপ্লবের সকল শহীদ ও নির্যাতিতদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাঁদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বৈরশাসন থেকে মুক্ত হয়েছে।

আমরা এমন এক সময়ে একত্রিত হয়েছি, যখন সমগ্র মুসলিম বিশ্ব পবিত্র রমজানের মাহাত্ম্য উপভোগ করছে। রমজান শুধুমাত্র সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি, আত্মসংযম ও আত্মনিবেদন করার মাস। রোজা রাখার মাধ্যমে আমরা নিঃস্ব ও অভাবগ্রস্ত মানুষের কষ্ট অনুধাবন করি যাতে আমাদের হৃদয়ে সহমর্মিতার বীজ বপন হয়। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা শুধু শারীরিক অনুশীলন নয়; বরং এটি আত্মার পরিশুদ্ধি, আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং ন্যায়পরায়ণতার অঙ্গীকার বাস্তবায়নে আমাদেরকে সাহায্য করে।

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি, যাতে বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় থাকে। প্রতিষ্ঠাকাল থেকেই আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা মনে করি, একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা টেকসই শান্তি ও উন্নয়নের জন্য অপরিহার্য। আমাদের দায়িত্ব হলো প্রত্যেক নাগরিকের মতামতকে গুরুত্ব দেওয়া, প্রতিটি সম্পপ্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দেশ গঠনে সবাইকে সমান সুযোগ দেওয়া। এবি পার্টি  দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই। এদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। আপনাদের ইফতার পার্টিতে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জাানাচ্ছি। আপনাদের এই ইফতার পার্টিতে অংশগ্রহণে আমরা উৎসাহিত হয়েছি। আসুন, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করি এবং সারাদেশে শান্তি, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও সাম্য প্রতিষ্ঠা করি।

মহানগর আহবায়ক বলেন, ‘ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গণতন্ত্র, জবাবদিহি, আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার এবং মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করতে চাই, বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে।’

এবি পার্টির কুমিল্লা মহানগর আহবায়ক আরো বলেন, ‘আমরা আশা করি, আমাদের দেশব্যাপী বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা আমাদের সম্মিলিত বিকাশের জন্য অ-হস্তক্ষেপ, সার্বভৌমত্ব এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের দেশব্যাপী নিয়মগুলোকে সম্মান করবে। গণতন্ত্র ও উদার বাণিজ্য অংশীদারত্বের মাধ্যমে আমাদের অঞ্চলের সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কুমিল্লা জেলায় ও মহানগরে কাজ করতে চাই।’

কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক আবু সালেহ বলেন পবিত্র কুরআনুল কারিম এই মাসে নাজিল হয়েছে। মানবতার মুক্তির দিশারী ও সত্য-মিথ্যার পার্থক্যকারী এই কিতাব। এই মাসে আমরা ধৈর্য, কৃতজ্ঞতা ও উদারতার সর্বোচ্চ গুণ অর্জনের চেষ্টা করি। তারাবির নামাজ আদায়, কুরআন তেলাওয়াত ও দান-সদকা করার মাধ্যমে আমাদের মাঝে দায়িত্ববোধ সৃষ্টি হয়। এই পবিত্র রমজান মাস আমাদের সবার জন্য বরকতময় হোক। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন।”

এমএস