মো. রাফাসান আলম,রাবি প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল সমূহে খাবারের মান বৃদ্ধি, দাম কমিয়ে ভর্তুকি প্রদান এবং ভিন্নধর্মাবলম্বীদের প্রয়োজনীয় খাবার নিশ্চিত করার জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।
মঙ্গলবার (০৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বরাবর এ স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে বলা হয়, মুসলিমদের পবিত্র মাস মাহে রমজান অতিবাহিত হচ্ছে। পবিত্র মাহে রমজানের এই মাসে অর্ধেকেরও বেশি দিন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা চালু থাকবে। আবাসিক হলসমূহে শিক্ষার্থীরা অবস্থান করবেন। পবিত্র মাহে রমজান মাসে রোজাদার শিক্ষার্থীরা সেহরি ও ইফতারে পুষ্টিকর খাবার গ্রহণ না করলে শারিরিক সমস্যা সৃষ্টি হতে পারে এবং অসুস্থ হয়ে শিক্ষার ব্যাঘাত ঘটতে পারে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থী যারা আবাসিক হলে অবস্থান করছেন তারা হলের ক্যান্টিন এবং ডাইনিং এ দুপুরের খাবার না পাওয়ায় চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন মুসলিম শিক্ষার্থীদের জন্য গণ ইফতার আয়োজন করলেও অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করেননি। যা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ এবং মারাত্মক বৈষম্যের স্বীকার হচ্ছেন।
স্বারকলিপিতে আরো বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা ফ্যাসিবাদী হাসিনার আমলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বৈষম্যের কবর দিয়েছিলো, যা বর্তমান প্রশাসনের কর্মকান্ডের সাথে চব্বিশ এর ছাত্র-জনতার আন্দোলনের স্পিরিটের সাথে পরিপন্থী।
উপরোক্ত কারণে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা পবিত্র মাহে রমজানের এই মাসে রোজাদার শিক্ষার্থী এবং অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া অতি প্রয়োজন বলে অনুধাবন করছে। যা নিম্নরূপ:
হলভিত্তিক ক্যান্টিন, ডাইনিং-এ খাবার মান বৃদ্ধি করা। খাবারের দাম কমিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তুকি প্রদান করা। অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন ও ডাইনিং-এ সুপুরের খাবারের ব্যবস্থা করা।
এমএস