জুবায়ের,উত্তরা ইউনিভার্সিটি প্রতিনিধিঃ
উত্তরা ইউনিভার্সিটিতে অইন বিভাগের ক্যারিয়ারের সম্ভাবনা ও সাফল্যের গল্প’ বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আইন বিভাগ ও অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমে ভূঁইয়া।
সভায় সম্প্রতি বিচার বিভাগীয় কমিশনের ১৭তম বিচার বিভাগীয় পাবলিক পরীক্ষায় সহকারী বিচারক সুপারিশপ্রাপ্ত উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী মোঃ আল-আমিনকে সম্মাননা প্রদান করা হয়। তিনি তার বক্তব্যে সফলতার গল্প তুলে ধরেন সেই সাথে কিভাবে ক্যারিয়ারে সফল হওয়া যায় তা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘একাডেমিক পড়ালেখার পাশাপাশি তার বাইরের বই পড়তে হবে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে নিজেকে কখনো থেমে থাকা যাবে না । ভালো আইনজীবী তথা প্রকৃত মানুষ গড়ার ক্ষেত্রে এ উত্তরা ইউনিভার্সিটি বদ্ধপরিকর।’
ড. আজিজ আহমে ভূঁইয়া তার বক্তব্যে বলেন, ‘সফলতার জন্য লেগে থাকার পাশাপাশি প্রচুর পরিশ্রম করতে হবে। আমার খুব আনন্দ হয় যখন দেখি, আমার ছাত্র ভালো পড়ালেখা করে আমরাই সহকর্মী হয়েছে।’
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী আল-আমিন বলেন, ‘আমার পড়ালেখা বন্ধ হয়ে যেত, যদি উত্তরা বিশ্ববিদ্যালয় আমাকে ১০০ শতাংশ স্কলারশিপ না দিত। আমি ফুল স্কলারশিপ নিয়ে ভালো রেজাল্ট অর্জন করেছি এবং একাধিকবার চেষ্টার ফলে আজ সহকারী বিচারক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি। জীবনে কখনো হতাশ হওয়া যাবে না, সৃষ্টিকর্তার কাছে চাইলে আর প্রচুর চেষ্টা করলে অবশ্যই, অবশ্যই সফলতা আসবে।’
অনুষ্ঠানে আইন বিভাগের প্রায় ৩০০ শিক্ষার্থী সহ ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের শিক্ষক।
এমএস