রুবেল হাসান, শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানকে স্বাগত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ ফ্রেব্রুয়ারি) বাদ জুম্মা উপজেলার মাঝিড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে র্যালিটি শুরু হয়ে বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঝিড়া বন্দরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কাওছার আলী, মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুস সাত্তার, শ্রমিক কল্যাণ ফেডারেশন শাজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর শহর শাখার সভাপতি আবু সাইম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ। এদেশের ওপেন ভাবে হোটেল রেস্তোরাঁ খোলা রেখে সেখানে খাওয়া-দাওয়া চলবে এটা কখনো হতে পারে না। রমজানের পবিত্রতা রক্ষার্থে সকলকে একমাস হোটেল রেস্তোর াঁ বন্ধ রাখতে হবে।
বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাতে হবে। বাজার নিয়ন্ত্রণ থাকতে হবে। এর জন্য সরকারকে আহ্বান জানান বক্তারা।
এমএস