ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে অকারিগরি ক্রাফটদের আদলতের রায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ মতলব উত্তরে মেশিনে ধান কাটা শতক প্রতি ৯০ টাকা নির্ধারিত জিম শরীরের মেদ কমাতে পান করুণ ডিটক্স ওয়াটার জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের দাপট রিজার্ভ বেড়ে প্রায় ২৭ বিলিয়ন ডলার বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায় : নুরুল হক শান্তিরক্ষী মিশনে আরও নারী সদস্য নিয়োগ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নাটোরে শিশু জুঁই হত্যার দায়ে ৫ কিশোর গ্রেফতার বাংলাদের অভ্যন্তরে নানাভাবে ষড়যন্ত্রের প্রচেষ্টা চলছে- নাটোরে রুহুল কবির রিজভী

কুড়িগ্রামে নদী ভাঙ্গন রোদ ও চর বিষয়ক মন্ত্রণালয় দাবিতে মানববন্ধন

ছবি : সংগৃহীত

মোমতাজুর রহমান,রৌমারী উপজেলা প্রতিনিধিঃ

চরাঞ্চলের মানুষের অধিকার ও উন্নয়ন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের ঘুঘুমারীর সুখেরবাতী র ধুধু বালুর চরে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চর উন্নয়ন কমিটি রৌমারী উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং চর এলাকার উন্নয়নের জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ভাঙ্গন এলাকার হাজার হাজার মানুষ তীব্র ক্ষোপে মানববন্ধনে অংশগ্রহন করেন। ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে দিশেহারা ভাঙ্গন কবলিত এলাকার মানুষ। অসময়ে নদী ভাঙ্গনের ফলে নদীর তীরবর্তী মানুষ গুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

রৌমারী উপজেলার ৬ নং চর-শৌলমারী ইউনিয়ন এর সুখের বাতি, ঘুঘুমারী ও খেদাইমারী গ্রাম ব্রহ্মপুত্র নদের কড়াল গ্রাসে লন্ডভন্ড হয়ে গেছে শত শত বসতবাড়ী। দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদে ড্রেজিং না করায় নদের নাব্যতা সংকট দেখা দিয়েছে । যার ফলে উজান থেকে নেমে আসা পানির স্রোত তিব্র আকার ধারণ করে। পানির প্রচন্ড চাপে ঘুঘুমারী, সুখের বাতি ও খেদাইমারী গ্রামটির মাঝদিয়ে নদীটি প্রবল বেগে আঘাত হানছে শুষ্ক মৌসুমেই। যারফলে শুরু হয় প্রচন্ড নদী ভাঙ্গন। এমন ভাঙ্গনের ফলে ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় দুই কিলোমিটার এলাকার বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ ফসলি জমি।

নদী ভাঙ্গনের শিকার হয়ে ঘরবাড়ি হারানো শতাধিক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করলেও খবর নিচ্ছেনা কেউ। সেখানে গিয়ে আরও জানা গেছে অনেক পারিবার নিজ এলাকা ছেড়ে ঢাকাসহ বিভিন্ন শহরের অলিগলিতে ঝুপড়ি ঘরে অতিকষ্টে দিনাতিপাত করছেন তারা। এ যেন দেখার কেউ নেই। বর্ষা মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে রৌমারী উপজেলার ঘুঘুমারী, সুখের বাতি, ইটালুকান্দা, সাহেবের আলগা, চর গেন্দার আলগা, খেওয়ারচর, খেদাইমারী, পশ্চিম বাগুয়ারচর,বাইস পাড়া, বলদমারা, পশ্চিম পাখিউড়া, ফলুয়ার চর, পালেরচর, ধনারচর, দিগলাপাড়া, তিনতলী , বাগুয়ারচর, বাইটকামারী, উত্তর খেদাইমারী, দক্ষিণ খেদাইমারী, উত্তর পাখিউড়া, পশ্চিম খনজনমারাসহ ২৫টি গ্রাম ভাঙ্গনের মুখে পড়েছে।

নদী ভাঙ্গনের হাত থেকে বেঁচে থাকার লক্ষে ভাঙ্গন কবলিত এলাকার হাজার হাজার মানুষ ভাঙ্গন রোদে মানববন্ধন করেন। সরেজমিনে দেখা গেছে নদী ভাঙ্গনে সর্বশান্ত পরিবারের আহাজারী কেউ শুনে না। অসময়ের ভাঙ্গনে সুখের বাতী –আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানটি নদী গর্ভে বিলিন হয়েছে অসময়ের ভাঙ্গনে। নদীর তীরঘেষা অসহায় মানুষ গুলো ভিটামাটি হারিয়ে সড়কের এক কোনে অন্যের বাসঝারে ছাপড়া ঘরে, কেউবা রয়েছে খোলা আকাশের নীচে।

মানববন্ধনে অংশ নেন কুড়িগ্রাম চর মন্ত্রনালয় চাই এর জেলা কমিটির আহবায়ক শফিকুল ইসলাম বেবু বিশিষ্ট সাংবাদিক,সদস্য সচিব আর্শাফুল হক রুবেল সাংবাদিক,রৌমারী উপজেলা চর মন্ত্রনালয় চাই, কমিটির আহবায়ক ইমান আলী ইমান,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান তারা সাংবাদিক, রৌমারী উপজেলা যুবদল সভাপতি মনজুরুল ইসলাম মনজু আবুল কালাম আজাদ, রেজাউল ইসলাম মিনু প্রফেসার আব্দুল হাই , মহিলা দলের নেত্রী সাহাজাদি ইয়াশমিন শিল্পী সভাপতি রৌমারী উপজেলা , আরও অনেক নেত্রীবৃন্দ। এসময় বক্তারা বক্তব্যে তীব্র ক্ষোপ প্রকাশ করে বলেন আমাদের দাবী নদী ভাঙ্গনের হাত থেকে চরাঞ্চলের অসহায় মানুষদের রক্ষা করতে হবে। দ্বিতীয় দাবী হচ্ছে চর মন্ত্রনালয় চাই দিতে হবে। অন্য দিকে সর্বহারা সর্বশান্তরা মানববন্ধনে এসে বক্তব্য দেয়ার সময় অঝুরে কান্নায় ভেঙ্গে পরতে দেখা যায়। তারা বলেন নদী শাসন করে আমাদের বেঁচে থাকার সুযোগ করে দেবেন ভাঙ্গন কবলিত এলাকার মানুষের দাবি।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে অকারিগরি ক্রাফটদের আদলতের রায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামে নদী ভাঙ্গন রোদ ও চর বিষয়ক মন্ত্রণালয় দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:২৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

মোমতাজুর রহমান,রৌমারী উপজেলা প্রতিনিধিঃ

চরাঞ্চলের মানুষের অধিকার ও উন্নয়ন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের ঘুঘুমারীর সুখেরবাতী র ধুধু বালুর চরে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চর উন্নয়ন কমিটি রৌমারী উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং চর এলাকার উন্নয়নের জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ভাঙ্গন এলাকার হাজার হাজার মানুষ তীব্র ক্ষোপে মানববন্ধনে অংশগ্রহন করেন। ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে দিশেহারা ভাঙ্গন কবলিত এলাকার মানুষ। অসময়ে নদী ভাঙ্গনের ফলে নদীর তীরবর্তী মানুষ গুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

রৌমারী উপজেলার ৬ নং চর-শৌলমারী ইউনিয়ন এর সুখের বাতি, ঘুঘুমারী ও খেদাইমারী গ্রাম ব্রহ্মপুত্র নদের কড়াল গ্রাসে লন্ডভন্ড হয়ে গেছে শত শত বসতবাড়ী। দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদে ড্রেজিং না করায় নদের নাব্যতা সংকট দেখা দিয়েছে । যার ফলে উজান থেকে নেমে আসা পানির স্রোত তিব্র আকার ধারণ করে। পানির প্রচন্ড চাপে ঘুঘুমারী, সুখের বাতি ও খেদাইমারী গ্রামটির মাঝদিয়ে নদীটি প্রবল বেগে আঘাত হানছে শুষ্ক মৌসুমেই। যারফলে শুরু হয় প্রচন্ড নদী ভাঙ্গন। এমন ভাঙ্গনের ফলে ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় দুই কিলোমিটার এলাকার বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ ফসলি জমি।

নদী ভাঙ্গনের শিকার হয়ে ঘরবাড়ি হারানো শতাধিক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করলেও খবর নিচ্ছেনা কেউ। সেখানে গিয়ে আরও জানা গেছে অনেক পারিবার নিজ এলাকা ছেড়ে ঢাকাসহ বিভিন্ন শহরের অলিগলিতে ঝুপড়ি ঘরে অতিকষ্টে দিনাতিপাত করছেন তারা। এ যেন দেখার কেউ নেই। বর্ষা মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে রৌমারী উপজেলার ঘুঘুমারী, সুখের বাতি, ইটালুকান্দা, সাহেবের আলগা, চর গেন্দার আলগা, খেওয়ারচর, খেদাইমারী, পশ্চিম বাগুয়ারচর,বাইস পাড়া, বলদমারা, পশ্চিম পাখিউড়া, ফলুয়ার চর, পালেরচর, ধনারচর, দিগলাপাড়া, তিনতলী , বাগুয়ারচর, বাইটকামারী, উত্তর খেদাইমারী, দক্ষিণ খেদাইমারী, উত্তর পাখিউড়া, পশ্চিম খনজনমারাসহ ২৫টি গ্রাম ভাঙ্গনের মুখে পড়েছে।

নদী ভাঙ্গনের হাত থেকে বেঁচে থাকার লক্ষে ভাঙ্গন কবলিত এলাকার হাজার হাজার মানুষ ভাঙ্গন রোদে মানববন্ধন করেন। সরেজমিনে দেখা গেছে নদী ভাঙ্গনে সর্বশান্ত পরিবারের আহাজারী কেউ শুনে না। অসময়ের ভাঙ্গনে সুখের বাতী –আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানটি নদী গর্ভে বিলিন হয়েছে অসময়ের ভাঙ্গনে। নদীর তীরঘেষা অসহায় মানুষ গুলো ভিটামাটি হারিয়ে সড়কের এক কোনে অন্যের বাসঝারে ছাপড়া ঘরে, কেউবা রয়েছে খোলা আকাশের নীচে।

মানববন্ধনে অংশ নেন কুড়িগ্রাম চর মন্ত্রনালয় চাই এর জেলা কমিটির আহবায়ক শফিকুল ইসলাম বেবু বিশিষ্ট সাংবাদিক,সদস্য সচিব আর্শাফুল হক রুবেল সাংবাদিক,রৌমারী উপজেলা চর মন্ত্রনালয় চাই, কমিটির আহবায়ক ইমান আলী ইমান,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান তারা সাংবাদিক, রৌমারী উপজেলা যুবদল সভাপতি মনজুরুল ইসলাম মনজু আবুল কালাম আজাদ, রেজাউল ইসলাম মিনু প্রফেসার আব্দুল হাই , মহিলা দলের নেত্রী সাহাজাদি ইয়াশমিন শিল্পী সভাপতি রৌমারী উপজেলা , আরও অনেক নেত্রীবৃন্দ। এসময় বক্তারা বক্তব্যে তীব্র ক্ষোপ প্রকাশ করে বলেন আমাদের দাবী নদী ভাঙ্গনের হাত থেকে চরাঞ্চলের অসহায় মানুষদের রক্ষা করতে হবে। দ্বিতীয় দাবী হচ্ছে চর মন্ত্রনালয় চাই দিতে হবে। অন্য দিকে সর্বহারা সর্বশান্তরা মানববন্ধনে এসে বক্তব্য দেয়ার সময় অঝুরে কান্নায় ভেঙ্গে পরতে দেখা যায়। তারা বলেন নদী শাসন করে আমাদের বেঁচে থাকার সুযোগ করে দেবেন ভাঙ্গন কবলিত এলাকার মানুষের দাবি।

এমএস