মো: শাহেদ ইকবাল,আলীকদম উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে কোম্পানির লোভনীয় অফারের ফাঁদে কৃষক। স্বাস্থ্য ঝুঁকি জেনেও সপরিবারে চাষ করছে সবুজ বিষবৃক্ষ তামাক।
কম খরচে বেশি লাভ হওয়ায় আলীকদমের চাষিরা সপরিবারে সবুজ বিষবৃক্ষ তামাক চাষ করছেন। তারা ধান, সবজি, পেঁপে চাষ কমিয়ে তামাক চাষের দিকে বেশি ঝুঁকছেন। বান্দরবান জেলার লামা, আলীকদম উপজেলার চাষিরা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও অধিক মুনাফা লাভের আসায় তামাকের কাজ করছেন নারী, শিশু ও বৃদ্ধ।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ঢাকা টোব্যাকো, জাপান টোব্যাকো, আবুল খায়ের টোব্যাকো, আকিজ টোব্যাকো সহ বেশ কয়েকটি তামাক কোম্পানি আগাম অর্থ সহায়তা ও বিনামূল্যে উৎপাদন সামগ্রী বীজ, সার ও কীটনাশক দিয়ে থাকে। কোম্পানির লোকজন নিয়মিত তামাক ক্ষেতে এসে খোঁজখবর রাখেন ও পরামর্শ দেন। নির্ধারিত দামে তামাক পাতা কিনে টাকা পরিশোধ করেন। ফলে আলীকদম মাতামুহুরীর নদীর প্রত্যন্ত চরাঞ্চলের জমি গুলোতে দিন দিন তামাক চাষ বেড়েই চলেছে। যা পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে এবং কৃষিজমির উর্বরতা কমিয়ে দিচ্ছে। এসব তামাক পোড়াতে জ্বালানী হিসেবে ব্যবহার করা হয় আশে পাশের পাহাড়ের গাছ।
স্থানীয়রা বলেন, আলীকদমে নদী,খাল ঝিরির আশেপাশে তামাক চাষ করা হচ্ছে, মানা হচ্ছে না বিধি নিষেধ। টোব্যাকো কোম্পানি গুলোর নানাধরণের প্রলোভন আর আগাম দাদন পদ্ধতির যাতা কলে আবদ্ধ হয়ে পরিবেশ বিধ্বংসী তামাক চাষের আগ্রাসন চলছে, অধিক দাম আর কোম্পানি গুলোর বিভিন্ন সহায়তার কারণে বেড়েই চলেছে তামাকের আগ্রাসন।
পরিবেশের ক্ষতি, কৃষিজমির উর্বরতা কমে যাওয়া ও কৃষকদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার কি কার্যকর পদক্ষেপ নেবে? নাকি বহুজাতিক কোম্পানির মুনাফার ফাঁদে পড়ে কৃষকরা ধ্বংসের পথেই এগিয়ে যাবেন?
এমএস