মোঃ রুহুল আমিন তালুকদার, মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার মোহনগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহম্মেদ,সভাপতির বক্তব্যে নতুন প্রজন্মকে শুদ্ধভাবে বাংলাভাষার চর্চা ও একুশের চেতনাকে জাগ্রত করার আহ্বান জানান তিনি।
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশন (ভূমি) এম এ কাদের,কৃষি কর্মকর্তা আব্দুস শাকুর সাদী,উপজেলা জামায়াতের আমীর মোফাজ্জল হোসেন সবুজ,জমিয়তে উলামায়ে ইসলাম মোহনগঞ্জ উপজেলার সদস্য সচিব মাওলানা রুহুল আমীন নগরী, মোহনগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আজহারুল ইসলাম, মোহনগঞ্জ প্রেসক্লাবের সদস্য হাসান খান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা, কবিতা, হাতের সুন্দর লেখাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এমএস