নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলামকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
শুক্রবার সন্ধা সাড়ে ৬টায় রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান মুঠোফোনে তথ্যটি নিশ্চিত করেছেন।
ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, সম্প্রতি ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা দুই নারী যাত্রীর শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ করেছিলেন ভুক্তভোগীরা।
গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলস’ নামের যাত্রীবাহী বাসে এ ডাকাতির ঘটনা ঘটে বলে গণমাধ্যমে জানতে পান। এই ঘটনায় উদ্ধর্তন কর্মকর্তাদের অন্ধকারে রেখে কিছু না জানিয়ে নিজের মত করে বিলম্ব করেছে বড়াইগ্রামের ওসি।
মামলা নিতে বিলম্ব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত না করা এবং বিষয়টা যেখানে অল্পতে শেষ হতে পারতো, সেই বিষয়টাকে আরো জটিল করার কারণে আমরা মনে করেছি তার এখানে থাকার প্রয়োজন নেই। এ কারণে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এমএস