নাটোর প্রতিনিধি :
নাটোরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নাটোর জেলা সিআইডি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারির) প্রথম প্রহরে ( রাত ১২ টা ১ মিনিটে) নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৭৩ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এসময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, সিআইডির ইউনিট ইনচার্জ সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম (পিপিএম), পিবিআই ও সিআইডির সদস্যরা।
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।পুস্তস্তবক অর্পণ শেষে ০১ (এক) মিনিট নীরবতা এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএস