শরীয়তপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শরীয়তপুর পৌরসভা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিসের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমী, এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন জামায়াতের ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য ও জেলা নায়েবে আমীর কেএম মকবুল হোছাইন। এছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শহিদুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য শাহজালাল চৌধুরী, মুহাম্মদ ইলিয়াছ, ও ছাত্র শিবিরের জেলা সভাপতি সাখাওয়াত কাওসার।
বক্তারা অভিযোগ করেন, জামায়াত নেতাদের ওপর পূর্ববর্তী সরকার অন্যায় দমন-পীড়ন চালিয়েছে এবং ক্যাঙারু বিচার ব্যবস্থার মাধ্যমে শীর্ষ নেতাদের কারান্তরীণ ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা বলেন, ৫ আগস্টের পর ফ্যাসিবাদ থেকে মুক্তি মিললেও এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে রয়েছেন।
বক্তারা দ্রুত তার মুক্তি, দলীয় নিবন্ধন পুনর্বহাল ও প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ ও বিক্ষোভে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এমএস