নাটোর প্রতিনিধিঃ
ব্যাপক উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আগামী দিনের ছাত্রদল নেতা নির্বাচন করেছেন নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজেরে শিক্ষার্থীরা। এবারই প্রথম কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটে অংশ নিয়েছেন সাধারণ ছাত্ররা।
দুটি পদে শুরু হওয়ায় সকাল ১০টা থেকে এই ভোট গ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনে কলেজ ছাত্রদলের নেতাকর্মি ছাড়াও সাধারণ শিক্ষার্থী মিলে সর্বমোট ৪৩১জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে সভাপতি পদে ৩জন এবং সাধারণ সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। আর বিগত দিনে ভোট না দেওয়ার সংস্কৃতিতে থেকে বেরিয়ে এসে আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে উৎসাহিত করতে এই নির্বাচনের আয়োজন বলে জানান ছাত্রদলের কেন্ত্রীয় নেতৃবৃন্দ। আগামিতে তারেক রহমানের নির্দেশনায় জেলার ৩৩টি সরকারী বেসরকারী কলেজ এবং জেলা কমিটিতে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন সাধারণ ছাত্ররা। ভোটের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিয়েও খুশি প্রার্থীরা। এই ধরনের নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাইয়ের পাশাপাশি গণতন্ত্র চর্চা ও বিকশিত হবে বলে প্রত্যাশা প্রার্থী ও সাধারণ ভোটারদের।
এমএস