ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের দাপট রিজার্ভ বেড়ে প্রায় ২৭ বিলিয়ন ডলার বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায় : নুরুল হক শান্তিরক্ষী মিশনে আরও নারী সদস্য নিয়োগ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নাটোরে শিশু জুঁই হত্যার দায়ে ৫ কিশোর গ্রেফতার বাংলাদের অভ্যন্তরে নানাভাবে ষড়যন্ত্রের প্রচেষ্টা চলছে- নাটোরে রুহুল কবির রিজভী র‍্যাবের-১২ এর অভিযানে ভেড়ামারা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত নাটোরে শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল রাবি শাখা ইসলামী ছাত্রশিবির

ছবি : সংগৃহীত

রাবি প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের প্রথম ৭জন পজিশনধারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শাখা ছাত্রশিবির। শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের পজিশনধারী প্রায় ১২৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, বই ও খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করা হয় এবং উদ্ধোধনী বক্তব্যে রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, “ইসলামি ছাত্রশিবির জন্মলগ্ন থেকেই শিক্ষামূলক কার্যক্রম,গবেষণা নিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু গত ১৫-১৬ বছর যাবত আওয়ামী ফ্যাসিস্টদের কারণে আমরা প্রকাশ্যভাবে কোনো কাজ করতে পারিনি। আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আহবান জানাবো হিংসা বিদ্বেষ, ট্যাগের রাজনীতি না করে, আসুন আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি।”

সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আজিজুল হাকিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইসলামি ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় পজিশনধারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত করেছে তা খুবই ইতিবাচক। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত।আমি চাই প্রতিবছরই এইরকম অনুষ্ঠান আয়োজিত হোক। “

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, “আমি যখন হল প্রভোস্ট ছিলাম তখন দেখতাম যে টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রীরা হলে সিট পাচ্ছে। বর্তমানে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। বর্তমানে মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা হলে উঠছে। আজকে যারা পুরষ্কৃত হচ্ছে যারা দেশের বিভিন্ন পজিশনে যাবে তারা সবাই সৎভাবে কাজ করার চেষ্টা করবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে মেধার কোনো মূল্যায়ন হয় না। স্বাধীনতার পর দেশে যেভাবে কারিগরি, গবেষণা কার্যক্রমের বিকাশ হওয়া দরকার ছিলো সেইভাবে হয়নি৷ যদি আমরা সেইভাবে দেশকে গড়তে পারতাম তাহলে চীন এর জন্য তাইওয়ান যেমন হুমকি হতোনা তেমনি বাংলাদেশ ও ভারতের জন্য হুমকি হতো না।”

তিনি আরো বলেন, “গত ১৫ বছর ফ্যাসিস্ট রেজিমেরা একটা অথর্ব শিক্ষাব্যাবস্থা চালু করে গেছে৷ শিক্ষাব্যাবস্থার সংস্কার করা জরুরি। যারা পুরষ্কৃত হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।”

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন)অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, রাবি শাখা শিবিরের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, আব্দুর রহিম, বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের পজিশনধারী মেধাবী ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের দাপট

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল রাবি শাখা ইসলামী ছাত্রশিবির

আপডেট সময় : ০১:৪০:০০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

রাবি প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের প্রথম ৭জন পজিশনধারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শাখা ছাত্রশিবির। শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের পজিশনধারী প্রায় ১২৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, বই ও খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করা হয় এবং উদ্ধোধনী বক্তব্যে রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, “ইসলামি ছাত্রশিবির জন্মলগ্ন থেকেই শিক্ষামূলক কার্যক্রম,গবেষণা নিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু গত ১৫-১৬ বছর যাবত আওয়ামী ফ্যাসিস্টদের কারণে আমরা প্রকাশ্যভাবে কোনো কাজ করতে পারিনি। আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আহবান জানাবো হিংসা বিদ্বেষ, ট্যাগের রাজনীতি না করে, আসুন আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি।”

সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আজিজুল হাকিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইসলামি ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় পজিশনধারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত করেছে তা খুবই ইতিবাচক। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত।আমি চাই প্রতিবছরই এইরকম অনুষ্ঠান আয়োজিত হোক। “

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, “আমি যখন হল প্রভোস্ট ছিলাম তখন দেখতাম যে টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রীরা হলে সিট পাচ্ছে। বর্তমানে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। বর্তমানে মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা হলে উঠছে। আজকে যারা পুরষ্কৃত হচ্ছে যারা দেশের বিভিন্ন পজিশনে যাবে তারা সবাই সৎভাবে কাজ করার চেষ্টা করবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে মেধার কোনো মূল্যায়ন হয় না। স্বাধীনতার পর দেশে যেভাবে কারিগরি, গবেষণা কার্যক্রমের বিকাশ হওয়া দরকার ছিলো সেইভাবে হয়নি৷ যদি আমরা সেইভাবে দেশকে গড়তে পারতাম তাহলে চীন এর জন্য তাইওয়ান যেমন হুমকি হতোনা তেমনি বাংলাদেশ ও ভারতের জন্য হুমকি হতো না।”

তিনি আরো বলেন, “গত ১৫ বছর ফ্যাসিস্ট রেজিমেরা একটা অথর্ব শিক্ষাব্যাবস্থা চালু করে গেছে৷ শিক্ষাব্যাবস্থার সংস্কার করা জরুরি। যারা পুরষ্কৃত হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।”

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন)অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, রাবি শাখা শিবিরের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, আব্দুর রহিম, বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের পজিশনধারী মেধাবী ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএস