নাটোর প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর ৪টি আসন থেকে প্রার্থী ঘোষনা করা হয়েছে।
প্রার্থী তালিকায় সংসদীয় আসন(লালপুর – বাগাতিপাড়া) ১ আসন থেকে মনোনীত প্রার্থী চুড়ান্ত করা হয়েছে জামায়াতে ইসলামী লালপুর উপজেলা আমীর ও লালপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আবুল কালাম আজাদ। (নাটোর সদরের -নলডাঙ্গা) ২ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী। নাটোর-৩(সিংড়া) আসন থেকে মনোনীত হয়েছেন জেলা জামায়াতের দপ্তর সম্পাদক প্রফেসর সাইদুর রহমান। নাটোর-৪(গুরুদাসপুর -বড়াইগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে চুড়ান্ত করা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ আব্দুল হাকিম।
এমএস