বগুড়ায় বেসরকারি সংস্থা হৃদস্পন্দন ফাউন্ডেশন ও রেসকিউ আওয়ার পিপল এভারের (রোপ) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সুজাবাদ তামিম এগ্রো চত্বরে ৫’শতাধিক শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন হৃদস্পন্দন ফাউন্ডেশনের সভাপতি ইমরান হোসেন,সাধারণ সম্পাদক চন্দ্রনা রায়,প্রচার সম্পাদক শুষান,রোপের সাধারণ সম্পাদক ও নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী, স্বেচ্ছাসেবক এস এম আসাদ, শামীন ইরাসির আভাস,মাহবুবা ইসলাম, জেরিন আক্তার,ঈসমাইল হোসেন প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা রোপ ও হৃদস্পন্দন ফাউন্ডেশন আয়োজনে দিনব্যাপী ৫০০জন রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন মেডিসিন-নিউরো স্পেশালিষ্ট ডাঃ মোঃ জুবায়ের তানভীর;(এম.বি.বি.এস) ও ডাঃ আক্তারুজ্জামান (ডিএএমএস)।
অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় পর হৃদস্পন্দন ও রোপের সহায়তায় অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এমএস