রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯.০০ টায় কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী বক্তৃতায় অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, ক্রীড়া প্রতিযোগিতা কলেজের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং আমরা সারাবছর ধরে এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করি, তিনি আরো বলেন ক্রীড়া প্রতিযোগিতা এবং খেলাধুলা শিক্ষার্থীদের শরীর এবং মনকে বিকাশিত হতে সহায়তা করে।
দিনব্যাপী এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দৌড়, চাকতি নিক্ষেপ এবং গোলক নিক্ষেপ সহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, যা ক্যাম্পাসে এক ভিন্নধর্মী উচ্ছ্বাস তৈরি করেছে।
ক্রীড়া প্রতিযোগীতার আহ্বায়ক এস.এম. অধ্যাপক আসাদুজ্জামান বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছরে শিক্ষার্থীদের মধ্যে খেলার আগ্রহ প্রকট এবং এ বছর আমরা শিক্ষকরা ও খুব স্বাচ্ছন্দ্যপূর্ন ভাবে আয়োজনটি করতে পেরেছি। তিনি আরো জানান, বর্তমানে পাঁচটি বর্ষের পরীক্ষা চলমান রয়েছে কলেজে তারপর ও শিক্ষার্থীদের এই উৎসবমুখর অংশগ্রহণে তিনি বিমোহিত এবং পরীক্ষার সার্বিক পরিবেশ বজায় রেখে আয়োজনের কার্যক্রমের দিকে ও খেয়াল রাখা হচ্ছে।
এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চার দিনব্যাপী চলবে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
এমএস