ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সোয়া ১ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

ছবি : সংগৃহীত

সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে সোয়া এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে দুপুর ১টা ৩২ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটে। ৪০ মিনিট বন্ধ থাকার পর পল্লবী স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত কিছুটা পথে ট্রেন চলাচল শুরু হয়। পরে ২টা ৫০ মিনিটে উত্তরা স্টেশন থেকে মতিঝিল অংশেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আব্দুর রউফ বলেন, দুটি ট্রান্সফর্মার থেকে পাওয়ার সাপ্লাই হয়। ওই সিগন্যাল সিস্টেমের একটিতে সমস্যা হয়েছিল।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কারণে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি ছিল। যাত্রীতে পরিপূর্ণ ছিল ট্রেনগুলো।

মেট্রো কর্তৃপক্ষ আরও জানায়, অতিরিক্ত যাত্রীর চাপে সকালে ট্রেনের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ মিনিটের পর থেকে ১০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এরপর সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে দুপুর দেড়টার দিকে ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেকের মতো বন্ধ থাকার পর আড়াইটার দিকে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত অংশে ট্রেন চলাচল শুরু হয়। পরে ২টা ৫০ মিনিট থেকে উত্তরা থেকে মতিঝিল অংশেও চলাচল স্বাভাবিক হয়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

সোয়া ১ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০৯:৩২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে সোয়া এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে দুপুর ১টা ৩২ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটে। ৪০ মিনিট বন্ধ থাকার পর পল্লবী স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত কিছুটা পথে ট্রেন চলাচল শুরু হয়। পরে ২টা ৫০ মিনিটে উত্তরা স্টেশন থেকে মতিঝিল অংশেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আব্দুর রউফ বলেন, দুটি ট্রান্সফর্মার থেকে পাওয়ার সাপ্লাই হয়। ওই সিগন্যাল সিস্টেমের একটিতে সমস্যা হয়েছিল।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কারণে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি ছিল। যাত্রীতে পরিপূর্ণ ছিল ট্রেনগুলো।

মেট্রো কর্তৃপক্ষ আরও জানায়, অতিরিক্ত যাত্রীর চাপে সকালে ট্রেনের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ মিনিটের পর থেকে ১০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এরপর সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে দুপুর দেড়টার দিকে ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেকের মতো বন্ধ থাকার পর আড়াইটার দিকে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত অংশে ট্রেন চলাচল শুরু হয়। পরে ২টা ৫০ মিনিট থেকে উত্তরা থেকে মতিঝিল অংশেও চলাচল স্বাভাবিক হয়।

কেকে