ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

মোঃ মিজানুর রহমান ,ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষকরা।

নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউ হলুদ পাঞ্জাবি পড়ে, কেউ হলুদ শাড়ি জড়িয়ে কেউবা সাধারণ পোশাকে। সবাই মিলে মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

অনুষ্ঠানে চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল গালিব মোহাম্মদ জিল্লুর রহমান, ভাইস প্রিন্সিপাল মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলাম প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুব কবীর বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারে চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের মতো আধুনিক, সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখার জন্য বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চরফ্যাশন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, শিক্ষা জীবনে মেধা বিকাশের অন্যতম সহায়ক হচ্ছে যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান। আমি বিশ্বাস করি তোমাদের মেধা বিকাশের অন্যতম ভূমিকা পালন করবে এই প্রতিষ্ঠান। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে। যা তোমাদের জন্য অত্যন্ত গৌরবের।

এছাড়াও শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

আপডেট সময় : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

মোঃ মিজানুর রহমান ,ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষকরা।

নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউ হলুদ পাঞ্জাবি পড়ে, কেউ হলুদ শাড়ি জড়িয়ে কেউবা সাধারণ পোশাকে। সবাই মিলে মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

অনুষ্ঠানে চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল গালিব মোহাম্মদ জিল্লুর রহমান, ভাইস প্রিন্সিপাল মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলাম প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুব কবীর বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারে চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের মতো আধুনিক, সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখার জন্য বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চরফ্যাশন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, শিক্ষা জীবনে মেধা বিকাশের অন্যতম সহায়ক হচ্ছে যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান। আমি বিশ্বাস করি তোমাদের মেধা বিকাশের অন্যতম ভূমিকা পালন করবে এই প্রতিষ্ঠান। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে। যা তোমাদের জন্য অত্যন্ত গৌরবের।

এছাড়াও শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

এমএস