ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিম শরীরের মেদ কমাতে পান করুণ ডিটক্স ওয়াটার জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের দাপট রিজার্ভ বেড়ে প্রায় ২৭ বিলিয়ন ডলার বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায় : নুরুল হক শান্তিরক্ষী মিশনে আরও নারী সদস্য নিয়োগ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নাটোরে শিশু জুঁই হত্যার দায়ে ৫ কিশোর গ্রেফতার বাংলাদের অভ্যন্তরে নানাভাবে ষড়যন্ত্রের প্রচেষ্টা চলছে- নাটোরে রুহুল কবির রিজভী র‍্যাবের-১২ এর অভিযানে ভেড়ামারা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত

জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপর হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে – রাশেদ রাজন

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ গতকাল রাতে রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকায় অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টায় নুুরুল ইসলাম শহীদের উপর দুর্বৃত্তদের এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। 

জুলাই বিপ্লবের একজন সামনের সারির যোদ্ধার ওপর হামলা ও দুর্বৃত্তদের অতি দ্রুত বিচারের দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক রাশেদ রাজন বলেন, রাষ্ট্র সংসারে ভূমিকা পালন করা যোদ্ধাদের উপর ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায় হামলার হুমকি ধামকি আসছিল। এই সিস্টেমকে যারা পরিবর্তন করতে চেয়েছে রাষ্ট্রসংস্কারে যারা অগ্রণী ভূমিকা পালন করছে তাদের উপর পূর্বপরিকল্পিত হামলার ষড়যন্ত্র চলছিল। তারই বহিঃপ্রকাশ আমরা কালকে রাতে দেখেছি। নুরুল ইসলাম শহীদের উপর যে হামলা হয়েছে তা খুবই দুঃখজনক ও ন্যক্কারজনক। একজন সামনের সারির যোদ্ধার ওপর হামলা রাষ্ট্রের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। অতিদ্রুত এর বিচার করতে হবে। এর বিচার না হলে আগামীর যে সম্প্রীতির বাংলাদেশ, জবাবদিহিতার বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, তা প্রশ্নবিদ্ধ হবে।

এই হামলার প্রতিবাদ জানিয়ে সংগঠনটির সভাপতি মেহেদী সজিব বলেন, জুলাই আন্দোলনের ক্রান্তিকালে শত শত শিক্ষার্থীকে ডেকেছিলাম আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য, তার মধ্যে ১৭ জন সাড়া দিয়েছিল, তাদের একজন নুরুল ইসলাম শহীদ। সে ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদকে উৎখাত করতে জীবন বাজি রেখে আমাদের সাথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। গতকাল রাতে নগরীর হেতেমখাঁ এলাকায় তার উপর যে হামলা হয়েছে এতে প্রমাণ করে অতিসত্বর আমি আপনিসহ বিপ্লবী সবার উপরে এই হামলা ধেয়ে আসছে। যারা এই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলতে ভূমিকা রেখেছিলাম তাদের জন্য এটি একটি বার্তা হতে পারে।

তিনি আরো বলেন, আমরা প্রশাসনকে বলতে চাই, যারা নুরুল ইসলাম শহীদের ওপর হামলার মত ঘৃণ্য অপরাধ করেছে তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনুন। শুধুমাত্র একটি সরকারকে নামানোর জন্য আমাদের হাজারো ভাই জীবন দেয়নি। এদেশের প্রতিটি স্তর সংস্কার করা আমাদের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ হবে আপামর জনসাধারণের নতুন বাংলাদেশ। স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আবেদন রাখতে চাই, যারা জুলাই বিপ্লবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। আপনারা যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, এভাবে নুরুল ইসলাম শহীদরা যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আপনাদের চেয়ারও কিন্তু বেশিদিন টিকে থাকবে না। আপনাদের চেয়ারের মেয়াদ আমাদের নিরাপত্তার ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, গতকাল রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকায় ২০-২৫ জন দুর্বৃত্ত কতৃক অতর্কিত হামলার শিকার হন রাবি সমন্বয়ক নুরল ইসলাম শহীদ। রড, পাইপ ও লাটি দিয়ে সারা শরীরে আঘাত করে দুর্বৃত্তরা। তৎক্ষনাৎ তার উপর হামলার খবর পেয়ে তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেলে চিকিৎসারত অবস্থায় আছেন।

এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জিম শরীরের মেদ কমাতে পান করুণ ডিটক্স ওয়াটার

জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপর হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে – রাশেদ রাজন

আপডেট সময় : ০৫:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ গতকাল রাতে রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকায় অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টায় নুুরুল ইসলাম শহীদের উপর দুর্বৃত্তদের এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। 

জুলাই বিপ্লবের একজন সামনের সারির যোদ্ধার ওপর হামলা ও দুর্বৃত্তদের অতি দ্রুত বিচারের দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক রাশেদ রাজন বলেন, রাষ্ট্র সংসারে ভূমিকা পালন করা যোদ্ধাদের উপর ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায় হামলার হুমকি ধামকি আসছিল। এই সিস্টেমকে যারা পরিবর্তন করতে চেয়েছে রাষ্ট্রসংস্কারে যারা অগ্রণী ভূমিকা পালন করছে তাদের উপর পূর্বপরিকল্পিত হামলার ষড়যন্ত্র চলছিল। তারই বহিঃপ্রকাশ আমরা কালকে রাতে দেখেছি। নুরুল ইসলাম শহীদের উপর যে হামলা হয়েছে তা খুবই দুঃখজনক ও ন্যক্কারজনক। একজন সামনের সারির যোদ্ধার ওপর হামলা রাষ্ট্রের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। অতিদ্রুত এর বিচার করতে হবে। এর বিচার না হলে আগামীর যে সম্প্রীতির বাংলাদেশ, জবাবদিহিতার বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, তা প্রশ্নবিদ্ধ হবে।

এই হামলার প্রতিবাদ জানিয়ে সংগঠনটির সভাপতি মেহেদী সজিব বলেন, জুলাই আন্দোলনের ক্রান্তিকালে শত শত শিক্ষার্থীকে ডেকেছিলাম আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য, তার মধ্যে ১৭ জন সাড়া দিয়েছিল, তাদের একজন নুরুল ইসলাম শহীদ। সে ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদকে উৎখাত করতে জীবন বাজি রেখে আমাদের সাথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। গতকাল রাতে নগরীর হেতেমখাঁ এলাকায় তার উপর যে হামলা হয়েছে এতে প্রমাণ করে অতিসত্বর আমি আপনিসহ বিপ্লবী সবার উপরে এই হামলা ধেয়ে আসছে। যারা এই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলতে ভূমিকা রেখেছিলাম তাদের জন্য এটি একটি বার্তা হতে পারে।

তিনি আরো বলেন, আমরা প্রশাসনকে বলতে চাই, যারা নুরুল ইসলাম শহীদের ওপর হামলার মত ঘৃণ্য অপরাধ করেছে তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনুন। শুধুমাত্র একটি সরকারকে নামানোর জন্য আমাদের হাজারো ভাই জীবন দেয়নি। এদেশের প্রতিটি স্তর সংস্কার করা আমাদের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ হবে আপামর জনসাধারণের নতুন বাংলাদেশ। স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আবেদন রাখতে চাই, যারা জুলাই বিপ্লবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। আপনারা যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, এভাবে নুরুল ইসলাম শহীদরা যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আপনাদের চেয়ারও কিন্তু বেশিদিন টিকে থাকবে না। আপনাদের চেয়ারের মেয়াদ আমাদের নিরাপত্তার ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, গতকাল রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকায় ২০-২৫ জন দুর্বৃত্ত কতৃক অতর্কিত হামলার শিকার হন রাবি সমন্বয়ক নুরল ইসলাম শহীদ। রড, পাইপ ও লাটি দিয়ে সারা শরীরে আঘাত করে দুর্বৃত্তরা। তৎক্ষনাৎ তার উপর হামলার খবর পেয়ে তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেলে চিকিৎসারত অবস্থায় আছেন।

এমএস