‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ‘তারুণ্য উৎসব ২০২৫’ এর আয়োজন করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ফিতা কেটে
তিন দিনব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শীপ্রা রাণী মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক কামাল উদ্দিন হায়দার, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল থেকেই মেলা উৎসবমুখর হয়ে ওঠে। মেলার শুরুতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। এই মেলা তরুণদের সৃজনশীলতা, প্রতিভা এবং উদ্যমের প্রদর্শনের এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে।
মেলায় অংশ নিয়েছে কলেজের ২২টি বিভাগের শিক্ষার্থীরা। প্রতিটি বিভাগের জন্য বরাদ্দকৃত স্টলগুলোতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী শক্তি এবং সৃজনশীলতাকে তুলে ধরেছেন। স্টলগুলোতে ছিল হাতে তৈরি ঐতিহ্যবাহী পিঠা, শাড়ি, গয়না, বই, এবং অন্যান্য দেশীয় ঐতিহ্যবাহী ও ব্যবহার্য সামগ্রী। প্রতিটি স্টল শিক্ষার্থীদের পরিশ্রম, উদ্যম এবং সৃজনশীলতার প্রতীক হয়ে উঠেছে।
মেলার স্টলগুলো ঘুরে দেখার পর অধ্যক্ষ অধ্যাপক শীপ্রা রাণী মণ্ডল বলেন, যে প্রাণশক্তির মধ্যে চ্যালেঞ্জ মোকাবিলার আত্মবিশ্বাস থাকে, তাকেই বলে তারুণ্য। আমরা আজ তারুণ্যকে উদযাপন করছি। এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি প্রকাশের সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের এই উদ্যোগ আমাকে আনন্দিত করেছে।
অধ্যক্ষ আরও বলেন, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ এই আয়োজনকে সার্থক করে তুলেছে।
মেলা সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, কলেজের এমন ব্যতিক্রমী আয়োজনে আমরা আনন্দিত এবং উৎসাহিত। এই মেলার মাধ্যমে আমাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন দেখতে চাই।
তারুণ্যের মেলার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, স্থানীয় ঐতিহ্য, সাহিত্য, এবং সংস্কৃতিকে প্রদর্শনের সুযোগ করে দেওয়া।
মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী