ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে এইচ এম পিভি ভাইরাস শনাক্ত ,আক্রান্ত ২ নাটোরে রাতের বেলা বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরি – নথিপত্র লুট চোখের আলো ফেরাতে মার্কিন নাগরিকের উদ্যোগ শীতকালে তুলসির মিশ্রণ খাওয়ার যত উপকার, সারবে সর্দি-কাশিসহ নানা রোগ ৯ ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসারের পদ ১,৫৫৪ স্নাতক পাসে ওয়ান ব্যাংক পিএলসিতে চাকরি, নিয়োগ নেবে ৫০ জন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিজবুল্লাহ ‘সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত’, নতুন প্রধানকে হুঁশিয়ারি দিল ইসরাইল নেতানিয়াহুর জন্য হুমকি এরদোয়ানের রমজানে ঢাকার ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে বিক্রি হবে ডিম-মুরগি ও কৃষিজাতপণ্য

‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’ শুক্রবার অনুষ্ঠিত হবে

ছবিঃ সংগৃহীত

‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’ শুক্রবার (০৩ জানুয়ারি) জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ মহাসম্মেলনের প্রচারণা উপলক্ষে রাজধানী বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, আমাদের আজকের লিফলেট বিতরণের মূল লক্ষ্য ছিল খতমে নবুয়তের গুরুত্ব ও তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং তাদের আগামীকালের মহাসম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা।

তিনি আরও বলেন, আমরা রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকায় শান্তিপূর্ণভাবে এই কার্যক্রম পরিচালনা করেছি। মসজিদ, বাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করে আমরা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আক্বিদায়ে খতমে নবুওয়তের বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি ছাড়াই এই দাওয়াতি কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

মহাসচিব বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য মহাসম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে তাহাফফুজে খতমে নবুয়তের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন। মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। এ ছাড়া দেশ বরেণ্য উলামায়ে কেরাম এতে বক্তব্য প্রদান করবেন। আগামীকাল দেশের আপামর তৌহিদি জনতা স্বতঃস্ফূর্তভাবে সম্মেলনে অংশ নিয়ে ইসলামের প্রতি তাদের অঙ্গীকার নবায়ন করবেন এবং নিজেদের ইমানি দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় লিফলেট বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা মাহদী হাসান, মাওলানা আশিকুল ইসলাম, মাওলানা রাশেদ মাহমুদ প্রমুখ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ভারতে এইচ এম পিভি ভাইরাস শনাক্ত ,আক্রান্ত ২

‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’ শুক্রবার অনুষ্ঠিত হবে

আপডেট সময় : ০৫:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’ শুক্রবার (০৩ জানুয়ারি) জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ মহাসম্মেলনের প্রচারণা উপলক্ষে রাজধানী বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, আমাদের আজকের লিফলেট বিতরণের মূল লক্ষ্য ছিল খতমে নবুয়তের গুরুত্ব ও তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং তাদের আগামীকালের মহাসম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা।

তিনি আরও বলেন, আমরা রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকায় শান্তিপূর্ণভাবে এই কার্যক্রম পরিচালনা করেছি। মসজিদ, বাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করে আমরা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আক্বিদায়ে খতমে নবুওয়তের বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি ছাড়াই এই দাওয়াতি কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

মহাসচিব বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য মহাসম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে তাহাফফুজে খতমে নবুয়তের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন। মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। এ ছাড়া দেশ বরেণ্য উলামায়ে কেরাম এতে বক্তব্য প্রদান করবেন। আগামীকাল দেশের আপামর তৌহিদি জনতা স্বতঃস্ফূর্তভাবে সম্মেলনে অংশ নিয়ে ইসলামের প্রতি তাদের অঙ্গীকার নবায়ন করবেন এবং নিজেদের ইমানি দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় লিফলেট বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা মাহদী হাসান, মাওলানা আশিকুল ইসলাম, মাওলানা রাশেদ মাহমুদ প্রমুখ।

কেকে