ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ আমেরিকান সেন্টারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আলবেনিয়ায় নিষিদ্ধ করা হয়েছে টিকটক বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন মিঠুন চক্রবর্তী রাশিয়া-যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সম্পর্ক স্বাভাবিক করতে শর্ত দিলেন পুতিন কনসার্টের মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যবদ্ধ থাকার আহ্বান সারজিস আলমের শিক্ষক নিয়োগে অনিয়মে বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে দিয়েছে: শিক্ষা উপদেষ্টা ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিতুমীর কলেজ শিক্ষার্থীর জীবন বাঁচাতে প্রয়োজন ১০ লাখ টাকা লালপুরে স্কুলের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে ওয়ার্ড বিএনপি’র কার্যালয় লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাংবাদিকের ছেলের মৃত্যু

ঘরোয়া উপায়ে ব্লেজার পরিষ্কার করার সঠিক নিয়ম

ছবিঃ সংগৃহীত

মিনি স্কার্টের সঙ্গে ট্রেঞ্চ কোট পরে পার্টিতে গিয়েছিলেন। বাসায় এসে দেখেন— খেতে গিয়ে হাতায় দাগ লেগে গেছে আছে। সেই দাগ তুলতে কি কোট দোকানে ড্রাইওয়াশে দেবেন, না কি তা বাসাতেই কেচে নেবেন। আপনি নিশ্চয়ই সামান্য হাতে লাগা দাগ পরিষ্কারের জন্য দোকানে পাঠাবেন না। তা হলেন জেনে নিন বাসায় কীভাবে কোট বা ব্লেজার পরিষ্কার করবেন।

তবে কোট বাসায় পরিষ্কারের আগে একটি বিষয় জানা দরকার। আপনার কোটটি কী ধরনের? যদি সুতি, নাইলন, ফ্লিস, ভিনাইল কিংবা উলের কোট হয়, তাহলে বাসায় কাচা যেতে পারে। তবে চামড়া, ভেলভেট, ফারের কোট হলে বাসার বদলে দোকানে ‘ড্রাই ক্লিনিং’-এ দিতে হবে।

কোটে দাগ লাগা ক্ষতে যত দ্রুত সম্ভব সেই স্থানটি একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিন। এরপর একটি পাত্রে পানি নিয়ে তাতে কোট কাচার উপযোগী কোনো সাবান মিশিয়ে নিন। সেই মিশ্রণে কোনো কাপড়ে ভিজিয়ে, তা দিয়ে দাগ লাগা অংশটি ঘষে নিন। কাপড়ের দাগ তোলার জন্য বিভিন্ন জিনিস পাওয়া যায়। আপনি সেগুলোও ব্যবহার করতে পারেন।

বিভিন্ন ধরনের কোটের লেবেলের সঙ্গে নির্দেশিকা দেওয়া থাকে। সেটি ড্রাইওয়াশ করতে হবে, না হাতে কাচা যাবে। মেশিনে কাচা যাবে কিনা, তা-ও বলা থাকে। সেই নির্দেশিকা মেনে চলা দরকার। উলের পোশাক কাচা যায়, এমন সাবানপানি মিশিয়ে তাতে একটি কাপড় ডুবিয়ে কোটের কলারের ভেতরের অংশে ঘষে দেখুন। যদি রঙ উঠতে থাকে, তা হলে বুঝতে হবে, ওই কোট বাড়িতে কাচা যাবে না। ড্রাই ক্লিন করাতে হবে।

কাচার পদ্ধতি

একটি বালতি বা গামলায় অর্ধেক ঠান্ডা পানি নিন। তাতে ১ থেকে ২ টেবিল চামচের মতো মৃদু কোনো তরল সাবান মিশিয়ে নিন। এর পর কোটটি সেই পানি ডুবিয়ে দিন। ৫ মিনিট ভিজিয়ে রাখার পর হালকা হাতে ঘষে নিন। তার পর পরিষ্কার পানিতে ডুবিয়ে ধুয়ে নিন। তবে নিংড়ে পানি বার করতে যাবেন না।

একটি বড় শুকনো তোয়ালের ওপর কোটটি রাখুন। তোয়ালের সঙ্গে সেটি রোল করে নিন। আলতো চাপ দিন। এতে কোটের অতিরিক্ত পানি বেরিয়ে যাবে। তারপর হ্যাঙ্গারে আটকে ছায়ায় রেখে কোট শুকিয়ে নিন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ব্রিটিশ আমেরিকান সেন্টারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

ঘরোয়া উপায়ে ব্লেজার পরিষ্কার করার সঠিক নিয়ম

আপডেট সময় : ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

মিনি স্কার্টের সঙ্গে ট্রেঞ্চ কোট পরে পার্টিতে গিয়েছিলেন। বাসায় এসে দেখেন— খেতে গিয়ে হাতায় দাগ লেগে গেছে আছে। সেই দাগ তুলতে কি কোট দোকানে ড্রাইওয়াশে দেবেন, না কি তা বাসাতেই কেচে নেবেন। আপনি নিশ্চয়ই সামান্য হাতে লাগা দাগ পরিষ্কারের জন্য দোকানে পাঠাবেন না। তা হলেন জেনে নিন বাসায় কীভাবে কোট বা ব্লেজার পরিষ্কার করবেন।

তবে কোট বাসায় পরিষ্কারের আগে একটি বিষয় জানা দরকার। আপনার কোটটি কী ধরনের? যদি সুতি, নাইলন, ফ্লিস, ভিনাইল কিংবা উলের কোট হয়, তাহলে বাসায় কাচা যেতে পারে। তবে চামড়া, ভেলভেট, ফারের কোট হলে বাসার বদলে দোকানে ‘ড্রাই ক্লিনিং’-এ দিতে হবে।

কোটে দাগ লাগা ক্ষতে যত দ্রুত সম্ভব সেই স্থানটি একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিন। এরপর একটি পাত্রে পানি নিয়ে তাতে কোট কাচার উপযোগী কোনো সাবান মিশিয়ে নিন। সেই মিশ্রণে কোনো কাপড়ে ভিজিয়ে, তা দিয়ে দাগ লাগা অংশটি ঘষে নিন। কাপড়ের দাগ তোলার জন্য বিভিন্ন জিনিস পাওয়া যায়। আপনি সেগুলোও ব্যবহার করতে পারেন।

বিভিন্ন ধরনের কোটের লেবেলের সঙ্গে নির্দেশিকা দেওয়া থাকে। সেটি ড্রাইওয়াশ করতে হবে, না হাতে কাচা যাবে। মেশিনে কাচা যাবে কিনা, তা-ও বলা থাকে। সেই নির্দেশিকা মেনে চলা দরকার। উলের পোশাক কাচা যায়, এমন সাবানপানি মিশিয়ে তাতে একটি কাপড় ডুবিয়ে কোটের কলারের ভেতরের অংশে ঘষে দেখুন। যদি রঙ উঠতে থাকে, তা হলে বুঝতে হবে, ওই কোট বাড়িতে কাচা যাবে না। ড্রাই ক্লিন করাতে হবে।

কাচার পদ্ধতি

একটি বালতি বা গামলায় অর্ধেক ঠান্ডা পানি নিন। তাতে ১ থেকে ২ টেবিল চামচের মতো মৃদু কোনো তরল সাবান মিশিয়ে নিন। এর পর কোটটি সেই পানি ডুবিয়ে দিন। ৫ মিনিট ভিজিয়ে রাখার পর হালকা হাতে ঘষে নিন। তার পর পরিষ্কার পানিতে ডুবিয়ে ধুয়ে নিন। তবে নিংড়ে পানি বার করতে যাবেন না।

একটি বড় শুকনো তোয়ালের ওপর কোটটি রাখুন। তোয়ালের সঙ্গে সেটি রোল করে নিন। আলতো চাপ দিন। এতে কোটের অতিরিক্ত পানি বেরিয়ে যাবে। তারপর হ্যাঙ্গারে আটকে ছায়ায় রেখে কোট শুকিয়ে নিন।

কেকে