ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত নাটোরে শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি গঠন হবে : সৈয়দা রিজওয়ানা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশের সঙ্গে বৈঠক পাকিস্তানের, যা বলছে গণমাধ্যম ইউরোপীয় ইউনিয়নের ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ নাটেরের নলডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু নাটোরে নিহত শিশু জুঁইয়ের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

৯ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাশ-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ আইইউটিতে

ছবিঃ সংগৃহীত

ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে টানা আড়াই সপ্তাহ ধরে ক্লাশ ও পরীক্ষা বর্জন, ফ্ল্যাশলাইট মিছিল, র্যালি ও বিক্ষোভ করে আসছেন। এতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে গাজীপুরের বোর্ডবাজারের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

আন্দোলনরতরা নানা অনিয়ম, দুর্নীতি, গাফিলতি, শারীরিক, মানসিক ও যৌন হয়রানি এবং অর্থ আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও কর্মকর্তার বহিষ্কারও দাবি করেছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওআইসি থেকে একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশে আসছে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাইমুম ইবনে সায়েদসহ শিক্ষার্থীরা জানান, গত ২৩ নভেম্বর ওআইসি পরিচালিত গাজীপুরের আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (এমপিই) বিভাগের বার্ষিক পিকনিকে যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার বাস ১১ কেভি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে তিনজন নিহত ও ৫ জন আহত হন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে প্রতিবাদমুখর হয়ে ওঠে সাধারণ শিক্ষার্থীরা। হতাহতের ঘটনায় বিভাগীয় প্রধানের মন্তব্যে বিক্ষুব্ধ হয়ে উঠেন তারা। শোকসন্তপ্ত ছাত্রদের কাঁধে দোষ চাপানোর লক্ষ্যে তিনি চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠে। এর জেরে উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

একপর্যায়ে গত ২৮ নভেম্বর হতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা বিভিন্ন দাবিতে টানা আড়াই সপ্তাহ ধরে ক্লাশ ও পরীক্ষা বর্জন, ফ্ল্যাশলাইট মিছিল, র্যালি ও বিক্ষোভ করে আসছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বহীনতা, শারীরিক, মানসিক ও যৌন হয়রানি এবং অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও কর্মকর্তার বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ে সংস্কারকরণসহ ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন অব্যাহত রাখেন।

বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মিলহান জানান, শিক্ষার্থীদের অভিযোগের সঙ্গে যোগ হয়েছে আইইউটিতে ‘চলুক’ (আইইউটি ফ্যাকাল্টি ওয়েলফেয়ার সোসাইটি) নামে একটি কথিত অ-অনুমোদিত শিক্ষক ফোরাম রয়েছে।

বর্তমান এবং সাবেক ছাত্রদের দাবি অনুযায়ী ওই ফোরামের মাধ্যমে কয়েকজন শিক্ষক ক্যাম্পাসে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন; যারা প্রশাসনের ওপর নিজেদের প্রভাব খাটিয়ে প্রায়ই ব্যক্তিগত বা গোষ্ঠীগত সুবিধার জন্য বিভিন্ন সিদ্ধান্ত হেরফের করতে বাধ্য করেন; যা ছাত্রবান্ধব উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে এবং তাদের (সিন্ডিকেট) স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইএসসি (ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কাউন্সিল) চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। শিক্ষার্থীরা মনে করে যে, তাদের আন্দোলন অহিংসা এবং ন্যায়বিচার ও স্বচ্ছতা নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তারা প্রতিষ্ঠানের মধ্যে আস্থা ও সততা পুনরুদ্ধারের জন্য জবাবদিহিতা এবং সংস্কারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাইমুম ইবনে সায়েদ আরও জানান, শিক্ষার্থীদের আন্দোলনকে লাইনচ্যুত করার জন্য একটি চক্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ভুল তথ্য ছড়ানোর অপপ্রচেষ্টা চালাচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ওআইসি প্রতিনিধি দলের প্রতি ইতোমধ্যে আস্থা প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওআইসি থেকে একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশে আসছে। শিক্ষার্থীরা আশা প্রকাশ করছে, উপাচার্য এবং ওআইসি প্রতিনিধি দলের সদস্যরা শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করে যথাযথ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে সংকট নিরসনে কার্যকর ভূমিকা নেবেন।

এদিকে আইইউটির উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম শিক্ষার্থীদের দাবিসমূহের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, তিনি স্বয়ং ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন)-এর জেনারেল সেক্রেটারিয়েটে গিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আচার্য, ওআইসির মহামান্য সেক্রেটারি জেনারেলকে অবহিত করেছেন।

উপাচার্য জানান, শিক্ষার্থীদের দাবির গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে ওআইসি বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি বার্তা প্রেরণ করেছে। আইইউটিতে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে।

প্রতিনিধিরা সরাসরি শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করবে। মহামান্য সেক্রেটারি জেনারেল স্নেহাশিষ শিক্ষার্থীদের শান্ত থাকতে এবং পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করার বিষয়ে আহ্বান জানিয়েছেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত

৯ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাশ-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ আইইউটিতে

আপডেট সময় : ১১:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে টানা আড়াই সপ্তাহ ধরে ক্লাশ ও পরীক্ষা বর্জন, ফ্ল্যাশলাইট মিছিল, র্যালি ও বিক্ষোভ করে আসছেন। এতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে গাজীপুরের বোর্ডবাজারের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

আন্দোলনরতরা নানা অনিয়ম, দুর্নীতি, গাফিলতি, শারীরিক, মানসিক ও যৌন হয়রানি এবং অর্থ আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও কর্মকর্তার বহিষ্কারও দাবি করেছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওআইসি থেকে একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশে আসছে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাইমুম ইবনে সায়েদসহ শিক্ষার্থীরা জানান, গত ২৩ নভেম্বর ওআইসি পরিচালিত গাজীপুরের আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (এমপিই) বিভাগের বার্ষিক পিকনিকে যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার বাস ১১ কেভি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে তিনজন নিহত ও ৫ জন আহত হন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে প্রতিবাদমুখর হয়ে ওঠে সাধারণ শিক্ষার্থীরা। হতাহতের ঘটনায় বিভাগীয় প্রধানের মন্তব্যে বিক্ষুব্ধ হয়ে উঠেন তারা। শোকসন্তপ্ত ছাত্রদের কাঁধে দোষ চাপানোর লক্ষ্যে তিনি চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠে। এর জেরে উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

একপর্যায়ে গত ২৮ নভেম্বর হতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা বিভিন্ন দাবিতে টানা আড়াই সপ্তাহ ধরে ক্লাশ ও পরীক্ষা বর্জন, ফ্ল্যাশলাইট মিছিল, র্যালি ও বিক্ষোভ করে আসছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বহীনতা, শারীরিক, মানসিক ও যৌন হয়রানি এবং অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও কর্মকর্তার বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ে সংস্কারকরণসহ ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন অব্যাহত রাখেন।

বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মিলহান জানান, শিক্ষার্থীদের অভিযোগের সঙ্গে যোগ হয়েছে আইইউটিতে ‘চলুক’ (আইইউটি ফ্যাকাল্টি ওয়েলফেয়ার সোসাইটি) নামে একটি কথিত অ-অনুমোদিত শিক্ষক ফোরাম রয়েছে।

বর্তমান এবং সাবেক ছাত্রদের দাবি অনুযায়ী ওই ফোরামের মাধ্যমে কয়েকজন শিক্ষক ক্যাম্পাসে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন; যারা প্রশাসনের ওপর নিজেদের প্রভাব খাটিয়ে প্রায়ই ব্যক্তিগত বা গোষ্ঠীগত সুবিধার জন্য বিভিন্ন সিদ্ধান্ত হেরফের করতে বাধ্য করেন; যা ছাত্রবান্ধব উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে এবং তাদের (সিন্ডিকেট) স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইএসসি (ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কাউন্সিল) চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। শিক্ষার্থীরা মনে করে যে, তাদের আন্দোলন অহিংসা এবং ন্যায়বিচার ও স্বচ্ছতা নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তারা প্রতিষ্ঠানের মধ্যে আস্থা ও সততা পুনরুদ্ধারের জন্য জবাবদিহিতা এবং সংস্কারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাইমুম ইবনে সায়েদ আরও জানান, শিক্ষার্থীদের আন্দোলনকে লাইনচ্যুত করার জন্য একটি চক্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ভুল তথ্য ছড়ানোর অপপ্রচেষ্টা চালাচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ওআইসি প্রতিনিধি দলের প্রতি ইতোমধ্যে আস্থা প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওআইসি থেকে একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশে আসছে। শিক্ষার্থীরা আশা প্রকাশ করছে, উপাচার্য এবং ওআইসি প্রতিনিধি দলের সদস্যরা শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করে যথাযথ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে সংকট নিরসনে কার্যকর ভূমিকা নেবেন।

এদিকে আইইউটির উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম শিক্ষার্থীদের দাবিসমূহের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, তিনি স্বয়ং ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন)-এর জেনারেল সেক্রেটারিয়েটে গিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আচার্য, ওআইসির মহামান্য সেক্রেটারি জেনারেলকে অবহিত করেছেন।

উপাচার্য জানান, শিক্ষার্থীদের দাবির গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে ওআইসি বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি বার্তা প্রেরণ করেছে। আইইউটিতে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে।

প্রতিনিধিরা সরাসরি শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করবে। মহামান্য সেক্রেটারি জেনারেল স্নেহাশিষ শিক্ষার্থীদের শান্ত থাকতে এবং পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করার বিষয়ে আহ্বান জানিয়েছেন।

কেকে