ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত নাটোরে শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি গঠন হবে : সৈয়দা রিজওয়ানা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশের সঙ্গে বৈঠক পাকিস্তানের, যা বলছে গণমাধ্যম ইউরোপীয় ইউনিয়নের ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ নাটেরের নলডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু নাটোরে নিহত শিশু জুঁইয়ের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ

ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা খুলে দেওয়ার দাবিতে রোববার সকালে শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।

শিল্পপুলিশ ও শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরের গাছা থানার ছয়দানা এলাকায় অ্যামিটি সোয়েটারস লিমিটেড নামে একটি সোয়েটার কারখানা রয়েছে। শ্রমিকরা শনিবারও কাজ করেছেন। রোববার সকাল ৮টায় শ্রমিকরা কাজে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান। ওই নোটিশের লেখা রয়েছে, এতদ্বারা অ্যামিটি সোয়েটার্স লিমিটেডে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে কারখানায় কোনো কাজ না থাকার কারণে ২৪ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক লে-অব থাকবে। লে-অব চলাকালীন শ্রমিকদের আইন অনুযায়ী লে-অব কালীন ক্ষতিপূরণ প্রদান করা হইবে। লে-অব থাকাকালীন শ্রমিকের স্বশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আদেশক্রমে বিভাগীয় প্রধান মানবসম্পদ ও প্রশাসন অ্যামিটি সোয়েটার্স লিমিটেড।

সকাল আটটার দিকে শ্রমিকরা কাজে এসে ওই বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন। পরে তারা সকাল আটটা থেকে বিক্ষোভ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই মহাসড়কে উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, স্থানীয় থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ছুটে আসেন। করে তারা শ্রমিকদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে নয়টা থেকে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, সকালে কারখানা শ্রমিকরা কারখানার প্রধান ফটকের কারখানা লে অব ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে পরে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত

গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ

আপডেট সময় : ০২:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা খুলে দেওয়ার দাবিতে রোববার সকালে শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।

শিল্পপুলিশ ও শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরের গাছা থানার ছয়দানা এলাকায় অ্যামিটি সোয়েটারস লিমিটেড নামে একটি সোয়েটার কারখানা রয়েছে। শ্রমিকরা শনিবারও কাজ করেছেন। রোববার সকাল ৮টায় শ্রমিকরা কাজে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান। ওই নোটিশের লেখা রয়েছে, এতদ্বারা অ্যামিটি সোয়েটার্স লিমিটেডে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে কারখানায় কোনো কাজ না থাকার কারণে ২৪ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক লে-অব থাকবে। লে-অব চলাকালীন শ্রমিকদের আইন অনুযায়ী লে-অব কালীন ক্ষতিপূরণ প্রদান করা হইবে। লে-অব থাকাকালীন শ্রমিকের স্বশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আদেশক্রমে বিভাগীয় প্রধান মানবসম্পদ ও প্রশাসন অ্যামিটি সোয়েটার্স লিমিটেড।

সকাল আটটার দিকে শ্রমিকরা কাজে এসে ওই বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন। পরে তারা সকাল আটটা থেকে বিক্ষোভ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই মহাসড়কে উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, স্থানীয় থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ছুটে আসেন। করে তারা শ্রমিকদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে নয়টা থেকে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, সকালে কারখানা শ্রমিকরা কারখানার প্রধান ফটকের কারখানা লে অব ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে পরে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কেকে