দুই দশকেরও বেশি সময় ধরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি উঠেছে বহুবার। কিন্তু রাজনৈতিক জটিলতাসহ বিভিন্ন কারণে আলোর মুখ দেখেনি সেই দাবি।
কখনো মহাখালীর আমতলীতে অবস্থান কর্মসূচী পালন করে, কখনোবা কলেজ প্রাঙ্গনে সভা-সমাবেশের মাধ্যমে তিতুমীর কলেজকে সতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
কিন্তু এবার ভিন্নভাবে সেই একই দাবি জানালো তিতুমীরের শিক্ষার্থীরা।
বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আছে এবং সেই অধিভুক্তি বাতিল চেয়ে সতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
সেজন্য এবার কলেজের শাকিল চত্বরে গ্রাফিতি এঁকে অধিভুক্তি বাতিল চেয়ে বিশ্ববিদ্যালয়ের দাবি জানাতে দেখা গেছে তিতুমীরিয়ানদের।
সেই গ্রাফিতিতে অধিভুক্তি বাতিল চেয়ে একটা স্লোগান লেখা থাকতে দেখা গেছে। Two Zero, Two Four, Affiliation No More. এছাড়াও We Want Titumir University নামে আরও একটি স্লোগান রয়েছে।
উল্লেখ্য, গ্রাফিতিটির আর্ট করেছেন “তিতুমীর ইসলামিক কালচার সোসাইটি ক্লাব” এবং ডিজাইন করেছেন “তিতুমীর আর্ট ক্লাব” ।
মো: ওমর ফারুক/এএস