ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতার মতো শহর পৃথিবীতে নেই : জয়া আহসান চলতি মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে : রাশেদ প্রধান জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না : নাহিদ ইসলাম সংস্কারবিহীন কোনো নির্বাচন জামায়াত গ্রহণ করবে না: তাহের দুঃখিত, এবার আর তা হবে না: প্রেস সচিব জুলাই অভ‍্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার, কোনো দল বা ব্যক্তি নয় : জুলাই ঐক্য পদ্মা সেতুর মামলার প্রতিবেদন গায়ের জোরে দিয়েছে বিগত কমিশন : দুদক চেয়ারম্যান সবুজ পৃথিবী চাই: বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি

৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর টাইফুন কং-রে

ছবিঃ সংগৃহীত

ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে। বর্তমানে এটি ৩০০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে। ফলে তাইওয়ানে ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড় হতে যাচ্ছে এটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রায় ৩০০ কিলোমিটার বেগে এটি এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এটি একটি সুপার টাইফুনে পরিণত হয়েছে এবং তাইতুং কাউন্টিতে আঘাত করার আগে এটি আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে৷

আবহাওয়া পূর্বাভাবে বলা হয়েছে, এটি সরাসরি দক্ষিণ পূর্ব উপকূলে ল্যান্ডফল করবে। এরপর কিছুটা দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ভূমিধসের ঝুঁকি রয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা বলেন, টাইফুন আঘাত হানার সময় ৮ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে।

চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, বৃহস্পতিবার সুপার টাইফুনটি আছড়ে পড়তে পারে। ফলে স্বায়ত্বশায়িত এ অঞ্চলের সব শহর ও কাউন্টি একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া আর্থিক বাজার ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে পাহাড়ি ও কম জনবহুল এলাকায় এটি আছড়ে পড়তে পারে। এর ফলে দ্বীপজুড়ে শক্তিশালী বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

তাইওয়ানের সরকার জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার জন্য ৩৬ হাজার সেনা প্রস্তুত রেখেছে। এছাড়া চার হাজার ৫০০ জনকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলকাতার মতো শহর পৃথিবীতে নেই : জয়া আহসান

৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর টাইফুন কং-রে

আপডেট সময় : ০৯:৪৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে। বর্তমানে এটি ৩০০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে। ফলে তাইওয়ানে ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড় হতে যাচ্ছে এটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রায় ৩০০ কিলোমিটার বেগে এটি এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এটি একটি সুপার টাইফুনে পরিণত হয়েছে এবং তাইতুং কাউন্টিতে আঘাত করার আগে এটি আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে৷

আবহাওয়া পূর্বাভাবে বলা হয়েছে, এটি সরাসরি দক্ষিণ পূর্ব উপকূলে ল্যান্ডফল করবে। এরপর কিছুটা দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ভূমিধসের ঝুঁকি রয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা বলেন, টাইফুন আঘাত হানার সময় ৮ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে।

চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, বৃহস্পতিবার সুপার টাইফুনটি আছড়ে পড়তে পারে। ফলে স্বায়ত্বশায়িত এ অঞ্চলের সব শহর ও কাউন্টি একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া আর্থিক বাজার ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে পাহাড়ি ও কম জনবহুল এলাকায় এটি আছড়ে পড়তে পারে। এর ফলে দ্বীপজুড়ে শক্তিশালী বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

তাইওয়ানের সরকার জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার জন্য ৩৬ হাজার সেনা প্রস্তুত রেখেছে। এছাড়া চার হাজার ৫০০ জনকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।