আল্লাহর আইন কায়েম হলে অর্থনৈতিক সমৃদ্ধ হবে বাংলাদেশ। ইসলাম কায়েম হলে এ দেশে হত্যা,গুম,খুন, দূর্নীতি থাকবে না। গত ১৬ বছরে আওয়ামী লীগ উন্নয়নের নামে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। অবিলম্বে সেই টাকা ফেরত আনতে হবে। খুনি আওয়ামীলীগের পালিয়ে যাওয়া নেতাদের দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। দেশে আর কোন জালিমকে এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম।
১৯ অক্টোবর শনিবার রাতে কুমিল্লা নগরীর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে আদর্শ সদর দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদর্শ সদর দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর আমির ও কুমিল্লা মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট নাছির আহমেদ মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারী নুরে আলম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজিলশে শুরা সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। নায়েবে আমীর মোসলেহ উদ্দিন। কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এমদাদুল হক মামুন।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক কাউন্সিলর মোশাররফ হোসাইন, সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেলসহ কুমিল্লা মহানগর ও থানা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।