সরকারি তিতুমীর কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক তাহমিনা ইসলাম। তিনি এর আগে শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজে সমাজবিজ্ঞান/সমাজকর্ম বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি কলেজ-২ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, এর আগে সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ হিসেবে ছিলেন অধ্যাপক ড. মিজানুর রহমান। গত ২ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মহিন উদ্দিন