ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর শুল্ক কমে আসবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর শুল্ক কমে আসবে বলে আশা প্রকাশ করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামীকাল বুধবার (৯ জুলাই) বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র মিটিং করবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে বাণিজ্য উপদেষ্টা আছেন। আজ বাণিজ্য সচিব যাচ্ছেন। আগামীকাল মিটিংয়ের পর বুঝতে পারব। আশা করি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যা-ই হোক, তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। ৬ জুলাই মিটিং হয়েছে, সেটা মোটামুটি ভালো হয়েছে। ওয়ান টু ওয়ান নেগোসিয়েশনের জন্যই ইউএসটিআরের সঙ্গে কথা বলা হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র পাঁচ মিলিয়ন ডলার। ভিয়েতনামের সঙ্গে ১২৫ বিলিয়ন ডলার। তাদের ব্যাপারে কনসিডার করেছে। আমাদের যেখানে এত কম বাণিজ্য ঘাটতি, সেখানে এত শুল্ক দেওয়ার যৌক্তিকতা থাকে না।

অর্থ উপদেষ্টা আরও বলেন, বেশির ভাগ খাদ্যে মূল্যস্ফীতি কমে গেছে, আশা করছি ক্রমাগত কমছে। নন-ফুড আইটেমে কমতে একটু সময় লাগবে। বাজেট ঘাটতি বিরাট না। সিস্টেমে পরিবর্তন করে চেষ্টা করা হচ্ছে, তাহলে রেভিনিউ কালেকশন অনেক বেশি হবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর শুল্ক কমে আসবে: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ১০:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর শুল্ক কমে আসবে বলে আশা প্রকাশ করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামীকাল বুধবার (৯ জুলাই) বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র মিটিং করবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে বাণিজ্য উপদেষ্টা আছেন। আজ বাণিজ্য সচিব যাচ্ছেন। আগামীকাল মিটিংয়ের পর বুঝতে পারব। আশা করি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যা-ই হোক, তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। ৬ জুলাই মিটিং হয়েছে, সেটা মোটামুটি ভালো হয়েছে। ওয়ান টু ওয়ান নেগোসিয়েশনের জন্যই ইউএসটিআরের সঙ্গে কথা বলা হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র পাঁচ মিলিয়ন ডলার। ভিয়েতনামের সঙ্গে ১২৫ বিলিয়ন ডলার। তাদের ব্যাপারে কনসিডার করেছে। আমাদের যেখানে এত কম বাণিজ্য ঘাটতি, সেখানে এত শুল্ক দেওয়ার যৌক্তিকতা থাকে না।

অর্থ উপদেষ্টা আরও বলেন, বেশির ভাগ খাদ্যে মূল্যস্ফীতি কমে গেছে, আশা করছি ক্রমাগত কমছে। নন-ফুড আইটেমে কমতে একটু সময় লাগবে। বাজেট ঘাটতি বিরাট না। সিস্টেমে পরিবর্তন করে চেষ্টা করা হচ্ছে, তাহলে রেভিনিউ কালেকশন অনেক বেশি হবে।

কেকে