ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মার্তিনেজের দলবদলের গুঞ্জনে নতুন মোড়

এমিলিয়ানো মার্তিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ অ্যাস্টন ভিলা ছাড়তে যাচ্ছেন, তা মোটামুটি নিশ্চিত। এখন তার পরবর্তী গন্তব্য নিয়ে চলছে জল্পনা-কল্পনা। শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার নাম জড়িয়েছিল। সমালোচনার মুখে থাকা ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানার উত্তরসূরি হিসেবে তার নাম ভেসে বেড়াচ্ছিল।

তবে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, রেড ডেভিলরা এখনো তার বিষয়ে আলোচনা শুরু করেনি।

মূলত ওনানা ক্লাব ছাড়তে না চাওয়ার কারণেই এমি মার্তিনেজের প্রতি আগ্রহ দেখাচ্ছে না ম্যান ইউনাইটেড। তবে ইউনাইটেড পিছিয়ে গেলেও এমিকে পাওয়ার দৌড়ে এগিয়ে এসেছে আরও একটি বড় ক্লাব।

দ্য টেলিগ্রাফের দাবি, স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ যদি এই গ্রীষ্মেই গোলকিপারের সন্ধানে নামে তবে তারা অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষককে দলে নিতে প্রস্তুত। আতলেতিকোর আর্জেন্টাইন ম্যানেজার দিয়েগো সিমিওনে স্বদেশী খেলোয়াড়দের নিয়ে বেশি আগ্রহী। এরই মধ্যে রদ্রিগো দে পল, জিউলিয়ানো সিমিওনে, নাহুয়েল মলিনাসহ একগাদা আর্জেন্টাইনকে দলে ভিড়িয়েছেন তিনি।

এছাড়া টটেনহ্যামে খেলা আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোও তার রাডারে রয়েছেন। এবার মার্তিনেজের নামও সে তালিকায় যোগ হলো।

জানা গেছে, সৌদি প্রো লিগ থেকেও বেশকিছু প্রস্তাব পেয়েছেন আর্জেন্টাইন গোলকিপার। তবে মার্তিনেজ এখনই ইউরোপ ছাড়তে চান না, আর সেই সুযোগটাই নিতে চায় আতলেতিকো।

দলটির দীর্ঘদিনের গোলকিপার ইয়ান ওবলাকের ক্লাব ছাড়ার গুঞ্জন জোরালো হচ্ছে। যদি স্লোভেনিয়ার এই ফুটবলার আতলেতিকো ছেড়েই দেন, সেক্ষেত্রে মার্তিনেজের জন্য প্রস্তাব দিতে পারে আতলেতিকো।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

মার্তিনেজের দলবদলের গুঞ্জনে নতুন মোড়

আপডেট সময় : ০৯:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ অ্যাস্টন ভিলা ছাড়তে যাচ্ছেন, তা মোটামুটি নিশ্চিত। এখন তার পরবর্তী গন্তব্য নিয়ে চলছে জল্পনা-কল্পনা। শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার নাম জড়িয়েছিল। সমালোচনার মুখে থাকা ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানার উত্তরসূরি হিসেবে তার নাম ভেসে বেড়াচ্ছিল।

তবে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, রেড ডেভিলরা এখনো তার বিষয়ে আলোচনা শুরু করেনি।

মূলত ওনানা ক্লাব ছাড়তে না চাওয়ার কারণেই এমি মার্তিনেজের প্রতি আগ্রহ দেখাচ্ছে না ম্যান ইউনাইটেড। তবে ইউনাইটেড পিছিয়ে গেলেও এমিকে পাওয়ার দৌড়ে এগিয়ে এসেছে আরও একটি বড় ক্লাব।

দ্য টেলিগ্রাফের দাবি, স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ যদি এই গ্রীষ্মেই গোলকিপারের সন্ধানে নামে তবে তারা অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষককে দলে নিতে প্রস্তুত। আতলেতিকোর আর্জেন্টাইন ম্যানেজার দিয়েগো সিমিওনে স্বদেশী খেলোয়াড়দের নিয়ে বেশি আগ্রহী। এরই মধ্যে রদ্রিগো দে পল, জিউলিয়ানো সিমিওনে, নাহুয়েল মলিনাসহ একগাদা আর্জেন্টাইনকে দলে ভিড়িয়েছেন তিনি।

এছাড়া টটেনহ্যামে খেলা আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোও তার রাডারে রয়েছেন। এবার মার্তিনেজের নামও সে তালিকায় যোগ হলো।

জানা গেছে, সৌদি প্রো লিগ থেকেও বেশকিছু প্রস্তাব পেয়েছেন আর্জেন্টাইন গোলকিপার। তবে মার্তিনেজ এখনই ইউরোপ ছাড়তে চান না, আর সেই সুযোগটাই নিতে চায় আতলেতিকো।

দলটির দীর্ঘদিনের গোলকিপার ইয়ান ওবলাকের ক্লাব ছাড়ার গুঞ্জন জোরালো হচ্ছে। যদি স্লোভেনিয়ার এই ফুটবলার আতলেতিকো ছেড়েই দেন, সেক্ষেত্রে মার্তিনেজের জন্য প্রস্তাব দিতে পারে আতলেতিকো।

কেকে