রুবেল হাসান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া শাজাহানপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন।
বৃহস্পতিবার(পহেলা মে) সকাল ৮.৩০ ঘটিকায় শ্রমিক কল্যান ফেডারেশনের দলীয় কার্যালয় মাঝিড়া বাইপাস থেকে র্যালি শুরু হয়ে ঢাকা বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে সমাবেশের করে দলের নেতা কর্মীরা।
উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো: তারেকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারির অধ্যাপক আব্দুল মতিন।শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু,সেক্রেটারির আতাউর রহমান,উপদেষ্টা অধ্যাপক আব্দুল বাছেদ,শাজাহানপুর শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান,মাওলানা শহিদুল ইসলাম,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহসভাপতি সাইফুল ইসলাম,সেক্রেটারির রুহুল আমীন সহ ৮ টি ট্রেড ইউনিয়নের সভাপতি সেক্রেটারির সহ নেতা কর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি বলেন,দেশের অর্থনীতির চাকা সচল হয় শ্রমিকের ঘামে। কিন্তু সেই শ্রমিকরা আজ দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। তাদের ঘাম শুকিয়ে গেলেও ভাগ্যের চাকা ঘুরছেনা। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি না থাকায় শ্রমিকরা দিন দিন আরো লাঞ্চিত-বঞ্চিত জনগোষ্টীতে পরিনত হচ্ছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষে নৈতিকতা সম্পন্ন সৎ ও দক্ষ শ্রমিক নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে।
এমএস