আজ, ৯ই এপ্রিল রাজধানী ঢাকায় সরকারি মাদ্রাসা -ই-আলিয়ার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষক সংকট নিয়ে বিক্ষোভ মিছিল করে । জানা গেছে সরকারি মাদ্রাসা আলিয়া গত ২৫ বছর থেকে ৪৪টি পদে শিক্ষক নেই, দীর্ঘদিনের শিক্ষক শূন্যতা নিয়ে কোন রকম ভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপমহাদেশের প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠান। ২৫ই আগস্ট ২০২৪ তারিখ অধ্যক্ষের পদত্যাগের পর থেকে এ পর্যন্ত দীর্ঘ আট মাস অধ্যক্ষ পদটি রয়েছে শূন্য । প্রভাষক থেকে সহকারি অধ্যাপকের অনেকগুলো পদ বছরের পর বছর খালি থাকায় শিক্ষার্থীরা সঠিক পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। আজ ক্যাম্পাস এবং বকশিবাজার সংলগ্ন রাস্তায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা একযোগে সরকারের কাছে দাবি জানিয়েছেন, যেন দ্রুত বিভিন্ন পদের পদায়ন প্রক্রিয়া শুরু করা হোক, যাতে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পেতে পারেন।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও স্লোগান তুলে ধরেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল: শিক্ষক সংকট নয়, শিক্ষা সঙ্কট নয়,
শিক্ষক নিয়োগে শিথিলতা নয়, দ্রত নিয়োগ চাই।শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন কর, শিক্ষক সংকট দূর কর।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্যে কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক বলেন,সরকারি মাদ্রাসা -ই-আলিয়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হলেও, শিক্ষক পদের শূন্যতা শিক্ষার মানকে হুমকির মুখে ফেলেছে। অনেক দিন ধরেই এই প্রতিষ্ঠানটি শিক্ষক সংকটের সমস্যায় জর্জরিত, কিন্তু সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে শিক্ষার্থীরা এবং সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বার্তা পাঠাতে চান, যাতে দ্রুত এসব শূন্যপদ পূরণ করা হয়। তাদের মতে, শিক্ষকের অভাবে ছাত্রদের পাঠদান প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং এতে তাদের ভবিষ্যতেও ক্ষতি হচ্ছে।
তাশফিকুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন,আমরা আশা করি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা থেকে শিক্ষার প্রতি দেশের দায়িত্বশীলতা এবং আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য একটি কল্যাণকর পরিবেশ তৈরি করবে।
এছাড়া, বিক্ষোভকারীরা আশা প্রকাশ করেছেন যে, তাদের এই আন্দোলনের ফলস্বরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে এবং তারা তাদের দাবি পূরণের জন্য সরকারের কাছে সহযোগিতা আশা করছেন।
এমএস