ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ভেড়ামারা পৌর শাখার দ্বি বার্ষিক সম্মেলন-২০২৫ বুকে গুলি, চোখে স্বপ্ন—চিকিৎসাহীন আরিফুল রেজা আজ সহায়তা প্রত্যাশী জয়পুরহাটে শুরু মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা নাটোরে ঈদুল ফিতরের দিন গুলি বর্ষণের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার ঝিনাইদহে বিদেশি ফুলের চাষ করে প্রথম বছরে বাজিমাত করলেন প্রবাসী বাবুধন চাকমার গ্রেপ্তার দাবিতে বাঘাইছড়িতে এলাকাবাসীর মানববন্ধন দেওয়ানগঞ্জ উপজেলার কাঠার বিলে দেশিও চোলাই মদ ও উপকরণ উদ্ধার গ্রেফতার-৭ থাইরয়েডের লক্ষণ বুঝবেন কিভাবে? রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন: মির্জা ফখরুল আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে: নরেন্দ্র মোদি

নদী ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে ৫০ বছরের মাস্টারপ্ল্যান চায় ঢাকা

চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোইয়িংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক। ছবি : সংগৃহীত

বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে চীনের কাছে ৫০ বছরের মাস্টারপ্ল্যান আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার চীনের পানিসম্পদমন্ত্রী লি গোইয়িংয়ের সঙ্গে বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে চীনা মন্ত্রীকে বলেন, নদী বন্যা নিয়ন্ত্রণ, পানির স্বচ্ছতা এবং টেকসই পানি সরবরাহের জন্য উন্নত প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। চীনের পানি ব্যবস্থাপনায় ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। দেশটি জটিল পানিসম্পদ ব্যবস্থাপনায় আশ্চর্যজনক সাফল্য দেখিয়েছে। আমাদেরও একই সমস্যা রয়েছে, যা আপনাদের আছে। যদি আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করেন আমরা খুশি হব।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল, যেখানে শত শত নদী রয়েছে। পানি আমাদের জীবন দেয়, কিন্তু কখনো কখনো শত্রুতেও পরিণত হয়। এখন জনসংখ্যা বহুগুণ বেড়েছে। আমাদের সতর্ক থাকতে হবে যে, এটি কীভাবে পরিবেশের ক্ষতি করছে।

প্রধান উপদেষ্টা চীনকে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে ‘মাস্টার’ অভিহিত করে বলেন, বাংলাদেশকে এ বিষয়ে অনেক কিছু শিখতে হবে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পানি ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, আমরা এখানে এসেছি আপনাদের কাছ থেকে শেখার জন্য-কীভাবে আমরা পানিসম্পদকে মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি। জনসংখ্যা বৃদ্ধি ও উন্নয়নের চাহিদার কারণে মানুষ নদীর পাশে জমি দখল করছে।

উজানে ভারতেও একই ধরনের চাহিদা বেড়েছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, নদীর মাঝে চর জেগে ওঠা এবং পলি জমার ফলে নদীগুলো শুকিয়ে যাচ্ছে, যা তাদের অস্তিত্ব সংকটে ফেলছে।

এ সময় চীনা মন্ত্রী স্বীকার করেন যে, বাংলাদেশ ও চীন উভয় দেশই পানি ব্যবস্থাপনায় একই চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের প্রতিশ্রুতি দেন।

‘বাংলাদেশের জন্য পানি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ইস্যু; চীনও একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি’- বলেন লি গোইয়িং। তিনি স্বীকার করেন যে, বাংলাদেশের ৮৫ শতাংশ মানুষ বন্যাপ্রবণ অঞ্চলে বসবাস করে, যা পানি ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলেছে।

চীনের পানিসম্পদমন্ত্রী আরও জানান, প্রেসিডেন্ট শি চীনের জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করেছেন, যা দেশটি পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবহার করছে।

‘আমাদের জন্যও একটি পরিকল্পনা তৈরিতে আপনাদের সহায়তা প্রয়োজন’- চীনা মন্ত্রীকে বলেন, প্রধান উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সমস্যা শুধু একটি নদীকে ঘিরে নয়, বরং পুরো নদী ব্যবস্থার সঙ্গেই সম্পর্কিত। বিশেষত তিস্তা নদী ব্যবস্থাপনা এবং ঢাকার চারপাশের নদীগুলোর দূষিত পানি পরিষ্কার করতে চীনের সহায়তা চেয়েছেন তিনি।

চীনে চারদিনের সফরকালে প্রধান উপদেষ্টা দেশটির নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ভেড়ামারা পৌর শাখার দ্বি বার্ষিক সম্মেলন-২০২৫

নদী ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে ৫০ বছরের মাস্টারপ্ল্যান চায় ঢাকা

আপডেট সময় : ০৯:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে চীনের কাছে ৫০ বছরের মাস্টারপ্ল্যান আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার চীনের পানিসম্পদমন্ত্রী লি গোইয়িংয়ের সঙ্গে বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে চীনা মন্ত্রীকে বলেন, নদী বন্যা নিয়ন্ত্রণ, পানির স্বচ্ছতা এবং টেকসই পানি সরবরাহের জন্য উন্নত প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। চীনের পানি ব্যবস্থাপনায় ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। দেশটি জটিল পানিসম্পদ ব্যবস্থাপনায় আশ্চর্যজনক সাফল্য দেখিয়েছে। আমাদেরও একই সমস্যা রয়েছে, যা আপনাদের আছে। যদি আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করেন আমরা খুশি হব।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল, যেখানে শত শত নদী রয়েছে। পানি আমাদের জীবন দেয়, কিন্তু কখনো কখনো শত্রুতেও পরিণত হয়। এখন জনসংখ্যা বহুগুণ বেড়েছে। আমাদের সতর্ক থাকতে হবে যে, এটি কীভাবে পরিবেশের ক্ষতি করছে।

প্রধান উপদেষ্টা চীনকে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে ‘মাস্টার’ অভিহিত করে বলেন, বাংলাদেশকে এ বিষয়ে অনেক কিছু শিখতে হবে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পানি ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, আমরা এখানে এসেছি আপনাদের কাছ থেকে শেখার জন্য-কীভাবে আমরা পানিসম্পদকে মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি। জনসংখ্যা বৃদ্ধি ও উন্নয়নের চাহিদার কারণে মানুষ নদীর পাশে জমি দখল করছে।

উজানে ভারতেও একই ধরনের চাহিদা বেড়েছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, নদীর মাঝে চর জেগে ওঠা এবং পলি জমার ফলে নদীগুলো শুকিয়ে যাচ্ছে, যা তাদের অস্তিত্ব সংকটে ফেলছে।

এ সময় চীনা মন্ত্রী স্বীকার করেন যে, বাংলাদেশ ও চীন উভয় দেশই পানি ব্যবস্থাপনায় একই চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের প্রতিশ্রুতি দেন।

‘বাংলাদেশের জন্য পানি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ইস্যু; চীনও একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি’- বলেন লি গোইয়িং। তিনি স্বীকার করেন যে, বাংলাদেশের ৮৫ শতাংশ মানুষ বন্যাপ্রবণ অঞ্চলে বসবাস করে, যা পানি ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলেছে।

চীনের পানিসম্পদমন্ত্রী আরও জানান, প্রেসিডেন্ট শি চীনের জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করেছেন, যা দেশটি পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবহার করছে।

‘আমাদের জন্যও একটি পরিকল্পনা তৈরিতে আপনাদের সহায়তা প্রয়োজন’- চীনা মন্ত্রীকে বলেন, প্রধান উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সমস্যা শুধু একটি নদীকে ঘিরে নয়, বরং পুরো নদী ব্যবস্থার সঙ্গেই সম্পর্কিত। বিশেষত তিস্তা নদী ব্যবস্থাপনা এবং ঢাকার চারপাশের নদীগুলোর দূষিত পানি পরিষ্কার করতে চীনের সহায়তা চেয়েছেন তিনি।

চীনে চারদিনের সফরকালে প্রধান উপদেষ্টা দেশটির নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন।

কেকে