গোলাম রব্বানী, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
আজ থেকে প্রায় ৩ বছর পূর্বে এক রোগীর চিকিৎসা করি। রোড এক্সিডেন্টে তার ডান পায়ের হাড় ভেঙ্গে যায়, পরে সে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসা করে ও ইনফেকশন হয়ে হাড় নষ্ট হয়ে যায়। এক সময় আমার কাছে আসে, তাকে সকল সুবিধা অসুবিধা জানিয়ে ইলিজারভ অপারেশন করা হয়।
এর মাঝে সে আবার পড়ে যায় এবং হাতের হাড় ও প্যাটেলা ভেঙ্গে আসে,তখন জরুরীভাবে সেগুলো অপারেশন করে দেই,সেগুলো ভালো হয়। ইলিজারভ খুলে দেয়ার অনেকদিন পর আবার পা বাকা হতে থাকে, তারপর তাকে নিটোর বা ইলিজারভ বারী স্যারের কাছে পাঠানো হয়, সে ও তার স্ত্রী কোথাও যাবে না বলেন, আর যাই হোক আমার কাছেই অপারেশন করবে বলে অঙ্গীকার করেন ও অনুমতি দেন।
আবার এক্সটারনাল ফিক্সেটর অপারেশন করা হয়। তারপর তার চলমান ইনফেকশন ভালো করার প্রচেষ্টায় ভ্যাক(ইনফেকশন ভালো করার উন্নত চিকিৎসা) মেশিস সেট করে দেই, যার দুইটি মেশিন সে নষ্ট করে যায়, তারপর প্রায় দেড় দুই বছর পর আজ হঠাৎ সে সংবাদ সম্মেলন করে বলে জানতে পারি।
এরকম রোগীর ইনফেকশন যেহেতু পূর্বে থেকেই থাকে ক্রনিক ওস্টিওমায়লাইটিস বলে, সাথে হাড় দূর্বল ও লছ ছিলো, এরকম জটিলতা খুবই স্বাভাবিক ও কমন।
তারপরও কেন বা কার উস্কানীতে সে এরকম মিথ্যে অভিযোগ করেছে জানার চেস্টা করা হচ্ছে। তবে এটা আমার দীর্ঘদিনের গড়ে তোলা সুনাম মান সম্মান নষ্ট করছে। এমতাবস্থায় সু-পরামর্শ ও আইনী সহযোগীতা একান্ত কাম্য।
এমএস