স্বর্না সুত্রধর দিপিকা, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি:
কবি নজরুল সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের হেলপার। আরেক শিক্ষার্থীকে একই বাসে চলন্ত অবস্থায়ই মারধর চালায় সেই হেলপার। এর প্রেক্ষিতে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের ৩১ টি বাস জব্দ করেছে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে কবি নজরুল সরকারি কলেজের দুই শিক্ষার্থী সদরঘাট থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসে চড়ে। বাসটির এয়ারপোর্ট যাওয়ার কথা থাকলেও কাকরাইল যাওয়ার পরেই বাসের হেলপার বলে দেয় বাস বাড্ডার ওপারে আর যাবে না। সাথে সাথেই বাসের সকল যাত্রী এর প্রতিবাদ করে ওঠে। বাড্ডার আসার পরে ভাড়া নেওয়ার সময় শিক্ষার্থীরা জানায় বাস যেহেতু এয়ারপোর্ট পর্যন্ত যাবে না সেহেতু বাসের ভাড়াও ত্রিশ টাকার পরিবর্তে বিশ টাকা দেব। একথা বলার পরে বাসের হেলপার শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। খারাপ ব্যবহার করার পরে শিক্ষার্থীরা ত্রিশ টাকা করেই ভাড়া দেয়। সবাই যখন বাস থেকে নেমে যায় তখন এক শিক্ষার্থী হেলপারের ছবি তুলতে গেলে বাসের হেলপার তার মোবাইল ফোন কেড়ে নিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়। এর প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীকে মারধর করে চলন্ত বাস থেকে রাস্তার ফেলে দেয়। বাস থেকে পড়ে সেই শিক্ষার্থী পায়ে আঘাত পান এবং তার মোবাইল ফোন ভেঙ্গে যায়।
এই ঘটনা দেখে অপর শিক্ষার্থী প্রতিবাদ করতে এলে তাকেও মারধর করে ওই হেলপার। একপর্যায়ে হেলপার বাসের চালককে নির্দেশ দেয় বাস দ্রুত চালানোর জন্য। অজ্ঞাত এক ব্যক্তিকে ফোন করে হেলপার জানায় একজনকে পেয়েছি , একে আটকে রেখে অনেক ইনকাম
এমএস