আসছে মাহে রমজান মাস। সিয়াম সাধনার মাধ্যমে মুসলিম উম্মাহর আত্মশুদ্ধির মাস । রমজানে সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার আবাসিক হলে শিক্ষার্থীদের খাবার মান ও মূল্য নির্ধারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মাদ্রাসা -ই-আলিয়ার ঢাকা শাখার আহ্বায়ক ঈসমাইল খান ও সদস্য সচিব জাহিদ রহমান জয়নালের যৌথ উদ্যোগে এ স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় আগামী ০১/০৩/২০২৫ ইং তারিখ হইতে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের সবথেকে পবিত্র সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। পবিত্র মাহে রমজানে সকল আবাসিক হলে শিক্ষার্থীদের অবস্থান থাকবে। পবিত্র মাহে রমজানের এই মাসটিতে রোজাদার শিক্ষার্থীগণ সেহরি ও ইফতারে সঠিক পুষ্টিমানসম্পন্ন খাদ্য গ্রহণ না করলে তাঁদের পক্ষে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। পবিত্র রমজানের এই স্পর্শকাতর দিনগুলোতে অপুষ্টিকর খাদ্য গ্রহণ করলে নানাবিধ শারিরীক সমস্যা ও অসুস্থতার শিকার হন বহু শিক্ষার্থী।
কিন্তু পরিতাপের বিষয় এই যে, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীদের অসীম সাহসী নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার দীর্ঘ অপশাসনের অবসান ঘটলেও অত্র মাদাসার শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টির নিরাপত্তার মতন মৌলিক অধিকার আদায়ের বিষয়ে তখনকার মতন এখনো চরম অবহেলা দৃশ্যমান রয়েছে। আর এই অবহেলার বিষয়টি সবচেয়ে প্রকট হয়ে ফুটে ওঠে প্রতিবছর রমজান মাস চলাকালে, যখন কিনা রোজাদার শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্যের চাহিদা থাকে সর্বোচ্চ। এই বিষয়টি নিয়ে বিগত বহু বছরের মতন এবারও শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা বিরাজমান রয়েছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে অনলাইনের সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে তাঁদের মতামত সহ বাস্তবিক জীবনের নানান আলাপচারিতায়।
উল্লিখিত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রোজাদার শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টির চাহিদাকে সুষ্ঠুভাবে পূরণ করার লক্ষ্যে নিম্নোক্ত দুইটি পদক্ষেপ অতিসত্বর গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে অনুধাবন করেছে ঢাকা আলিয়া ছাত্রদল।
১। হলসমূহের ক্যান্টিনে খাদ্যের মান বৃদ্ধি এবং যথাযথ মূল্য নিশ্চিতে হলভিত্তিক প্রশাসনিক মনিটরিং সেল গঠন।
২। প্রয়োজনানুসারে হল ক্যান্টিনসমূহের ভর্তুকি বৃদ্ধির জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ।
ঢাকা আলিয়া ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্মারকলিপিতে আরো উল্লেখ করেন যে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আবাসিক হলসমূহের ক্যান্টিনে খাদ্যের মান বৃদ্ধি এবং যথাযথ মূল্য নিশ্চিত হলভিত্তিক প্রশাসনিক মনিটরিং সেল গঠন এবং প্রয়োজনানুসারে ভর্তুকি বৃদ্ধির জন্য অধ্যক্ষর নেতৃত্বাধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রশাসনের পক্ষ থেকে যথোপযুক্ত পদক্ষেপ নিয়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের সমস্যাটি সমাধান করার ।এই কার্ধাযক্রম ধারাবাহিকভাবে বজায় রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান করেন।
এমএস