ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত নাটোরে শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি গঠন হবে : সৈয়দা রিজওয়ানা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশের সঙ্গে বৈঠক পাকিস্তানের, যা বলছে গণমাধ্যম ইউরোপীয় ইউনিয়নের ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ নাটেরের নলডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু নাটোরে নিহত শিশু জুঁইয়ের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসাবে গড়তে চাই-নাটোরে ধর্ম বিষয়ক উপদেষ্টা

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধি :

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে প্রতিস্থাপন করতে চাই। দেশের কোনো ধর্মের মানুষের ওপর হামলা করলে সরকার তাদের আইনের মাধ্যমে এনে বিচার কার্যক্রম করা হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলায় নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, অন্তরকে যদি সব ধরনের ময়লা থেকে পবিত্র রাখতে পারি, তাহলে এ জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ছোট মনের মানুষরা পৃথিবীতে কখনও বড় কাজ করতে পারে না। সেজন্য আমাদের হিংসা পরিহার করতে হবে। একে অপরের প্রতি বন্ধন তৈরি করতে হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারি, সেজন্য কাজ করছি। সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে প্রতিস্থাপন করতে চাই। দেশের কোনো ধর্মের মানুষ, কোনো উপাসনালয়, মন্দির, মসজিদে কেউ হামলা করে সরকার তাদের আইনের মাধ্যমে এনে বিচার করবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

সারাদেশে মডেল মসজিদের একে একে উদ্বোধন শুরু হয়েছে। মসজিদে আমল করতে হবে, ফেলে রাখলে হবে না। মসজিদ আমলের জায়গা। মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। সকলে যদি আমরা নামাজি হই, আমাদের সমাজকে যদি নামাজি বানাতে পারি, তাহলে সমাজে অপরাধ প্রবণতা সহনীয় পর্যায় চলে আসবে। নামাজ মানুষকে অন্যায় ও অবৈধ কাজ থেকে বিরত রাখে। আমরা চাই আমাদের সমাজ অপরাধমুক্ত হোক।

তিনি বলেন, এ মডেল মসজিদে বসে নামাজ আদায় ছাড়াও গোসল, অযু করতে পারবেন। এ মসজিদে মৃত মানুষকে গোসল ও কাফন পরানোর জন্য একটি কক্ষ রয়েছে। দূর-দূরান্ত থেকে আসা মেহমানদের জন্য মেহমানখানা রয়েছে। যেখানে বিশ্রাম গ্রহণ করতে পারবে মেহমানরা। এখানে অতিথিশালাও রয়েছে, যেখানে ১০০/১৫০ জন মানুষ বসে ইসলামিক আলোচনাসহ বিভিন্ন বিষয়ে কনফারেন্স করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন- নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসেন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।

ইসলামী গবেষণা ও ধর্মীয় কার্যক্রমের প্রসার ঘটাতে ২০২৩-২০২৫ সালে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাগাতিপাড়ায় ৩ তলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। যার ব্যয় ধরা হয় কোটি টাকা।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত

দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসাবে গড়তে চাই-নাটোরে ধর্ম বিষয়ক উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৫৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

নাটোর প্রতিনিধি :

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে প্রতিস্থাপন করতে চাই। দেশের কোনো ধর্মের মানুষের ওপর হামলা করলে সরকার তাদের আইনের মাধ্যমে এনে বিচার কার্যক্রম করা হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলায় নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, অন্তরকে যদি সব ধরনের ময়লা থেকে পবিত্র রাখতে পারি, তাহলে এ জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ছোট মনের মানুষরা পৃথিবীতে কখনও বড় কাজ করতে পারে না। সেজন্য আমাদের হিংসা পরিহার করতে হবে। একে অপরের প্রতি বন্ধন তৈরি করতে হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারি, সেজন্য কাজ করছি। সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে প্রতিস্থাপন করতে চাই। দেশের কোনো ধর্মের মানুষ, কোনো উপাসনালয়, মন্দির, মসজিদে কেউ হামলা করে সরকার তাদের আইনের মাধ্যমে এনে বিচার করবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

সারাদেশে মডেল মসজিদের একে একে উদ্বোধন শুরু হয়েছে। মসজিদে আমল করতে হবে, ফেলে রাখলে হবে না। মসজিদ আমলের জায়গা। মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। সকলে যদি আমরা নামাজি হই, আমাদের সমাজকে যদি নামাজি বানাতে পারি, তাহলে সমাজে অপরাধ প্রবণতা সহনীয় পর্যায় চলে আসবে। নামাজ মানুষকে অন্যায় ও অবৈধ কাজ থেকে বিরত রাখে। আমরা চাই আমাদের সমাজ অপরাধমুক্ত হোক।

তিনি বলেন, এ মডেল মসজিদে বসে নামাজ আদায় ছাড়াও গোসল, অযু করতে পারবেন। এ মসজিদে মৃত মানুষকে গোসল ও কাফন পরানোর জন্য একটি কক্ষ রয়েছে। দূর-দূরান্ত থেকে আসা মেহমানদের জন্য মেহমানখানা রয়েছে। যেখানে বিশ্রাম গ্রহণ করতে পারবে মেহমানরা। এখানে অতিথিশালাও রয়েছে, যেখানে ১০০/১৫০ জন মানুষ বসে ইসলামিক আলোচনাসহ বিভিন্ন বিষয়ে কনফারেন্স করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন- নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসেন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।

ইসলামী গবেষণা ও ধর্মীয় কার্যক্রমের প্রসার ঘটাতে ২০২৩-২০২৫ সালে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাগাতিপাড়ায় ৩ তলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। যার ব্যয় ধরা হয় কোটি টাকা।

এমএস