ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরের আগেও জাতীয় নির্বাচন সম্ভব: আমির খসরু কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ইছাআবা ঢাবি শাখা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি আড়ংয়ে চাকরির নিয়োগ, এইচএসসি পাশেই আবেদন ‘আমি তো বলিনি সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়’: স্বরাষ্ট্র উপদেষ্টা তিতুমীর কলেজে বর্ষবরণে রাজনৈতিক রঙ, শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া জয়পুরহাট পাঁচবিবি উপজেলা বিএনপি ছাত্র নেতাকে গুলি করে হত্যা চেষ্টা, আহত ৪ জন, আটক ১ নাটোরের নলডাঙ্গায় ফিলিস্তিনে ইজরায়েল হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানি কে হত্যা জানা গেল ফাজিল অনার্স পরীক্ষা শুরুর তারিখ

ইলন মাস্ককে আমন্ত্রণের চিঠি পাঠালেন ড. ইউনূস

ছবি : সংগৃহীত

স্পেসএক্সের প্রধান নির্বাহী ও শীর্ষ মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে দেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তার বাংলাদেশ সফরের মাধ্যমে তিনি এখানকার তরুণ-তরুণীদের সঙ্গে সরাসরি পরিচিত হতে পারবেন, যারা এই অত্যাধুনিক প্রযুক্তির মূল সুবিধাভোগী হবে।

চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, একসাথে কাজ করে আমাদের পারস্পরিক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করি।

এতে আরও বলা হয়, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ যুক্ত হলে তা দেশের উদ্যোক্তা যুবসমাজ, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে গ্রামীণ নারীদের জন্য বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে।

দেশে দ্রুত স্টারলিংকের পরিসেবা চালুর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার বিশেষ প্রতিনিধি (রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত) ড. খলিলুর রহমানকে মাস্কের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দায়িত্ব দিয়েছেন। যাতে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে সেবা চালু করা সম্ভব হয়।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং স্পেসএক্স, টেসলা ও এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে দীর্ঘ টেলিফোন আলোচনা হয়। এতে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর বিষয়ে অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার দিক নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, স্টারলিংক হলো স্পেসএক্সের একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিসেবা, যা বিশ্বের দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সংযোগ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছে। এটি লো-আর্থ অরবিটে (এলইও) হাজারো ক্ষুদ্র স্যাটেলাইট স্থাপন করে বিশ্বব্যাপী ইন্টারনেট কাভারেজ নিশ্চিত করতে চায়। স্টারলিংকের মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ পাওয়া সম্ভব, বিশেষ করে যেখানে প্রচলিত ব্রডব্যান্ড সুবিধা সীমিত বা অনুপস্থিত।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের আগেও জাতীয় নির্বাচন সম্ভব: আমির খসরু

ইলন মাস্ককে আমন্ত্রণের চিঠি পাঠালেন ড. ইউনূস

আপডেট সময় : ০৯:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

স্পেসএক্সের প্রধান নির্বাহী ও শীর্ষ মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে দেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তার বাংলাদেশ সফরের মাধ্যমে তিনি এখানকার তরুণ-তরুণীদের সঙ্গে সরাসরি পরিচিত হতে পারবেন, যারা এই অত্যাধুনিক প্রযুক্তির মূল সুবিধাভোগী হবে।

চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, একসাথে কাজ করে আমাদের পারস্পরিক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করি।

এতে আরও বলা হয়, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ যুক্ত হলে তা দেশের উদ্যোক্তা যুবসমাজ, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে গ্রামীণ নারীদের জন্য বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে।

দেশে দ্রুত স্টারলিংকের পরিসেবা চালুর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার বিশেষ প্রতিনিধি (রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত) ড. খলিলুর রহমানকে মাস্কের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দায়িত্ব দিয়েছেন। যাতে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে সেবা চালু করা সম্ভব হয়।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং স্পেসএক্স, টেসলা ও এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে দীর্ঘ টেলিফোন আলোচনা হয়। এতে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর বিষয়ে অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার দিক নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, স্টারলিংক হলো স্পেসএক্সের একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিসেবা, যা বিশ্বের দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সংযোগ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছে। এটি লো-আর্থ অরবিটে (এলইও) হাজারো ক্ষুদ্র স্যাটেলাইট স্থাপন করে বিশ্বব্যাপী ইন্টারনেট কাভারেজ নিশ্চিত করতে চায়। স্টারলিংকের মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ পাওয়া সম্ভব, বিশেষ করে যেখানে প্রচলিত ব্রডব্যান্ড সুবিধা সীমিত বা অনুপস্থিত।

কেকে