মোঃ মিজানুর রহমান,ভোলা জেলা প্রতিনিধিঃ
২১ শে ফেব্রুয়ারি, মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার জন্য যে জাতি করেছে আত্মত্যাগ, বুকের রক্ত দিয়ে একটি স্বাধীন জাতিস্বত্তা হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নিয়েছে। সে জাতি বাঙালি জাতি। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস বাঙালির অর্জন।
মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে চরফ্যাশন উপজেলা প্রশাসন, বিএনপির নেতা সাবেক যুবদল সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজীর নেতৃত্বে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চরফ্যাশন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও শ্রদ্ধা জানান চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব সহিদুল ইসলাম দুলাল সহ প্রেসক্লাবের সদস্যগন। যুব ব্যবসায়ী নেতৃবৃন্দ। সকাল ১০ টায় উপজেলা প্রশাসন কতৃক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএস