বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ঐহিত্য জাদুঘর প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট গিয়ে শেষ হয়৷
বিক্ষোভ মিছিলে সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, জেলা নায়েবে আমির শামছ উদ্দীন, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ, মোমতাজুল হাসান আবেদ, আব্দুস সাত্তার মামুন, বিশ্বম্ভরপুর উপজেলা দায়িত্বশীল নেতা হাফেজ আব্দুর রাজ্জাক ছাত্রশিবির জেলা সভাপতি মেহেদী হাসান তুহিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির তোফায়েল আহমেদ খান বলেন, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর কার্যালয়ে কাজ শেষ করে বের হচ্ছিলেন তখন পেটুয়া বাহিনী তাকে অন্যায় ভাবে গ্রেফতার করে নিয়ে যা৷ তারপর সাজানো ট্রাইবোনালে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে অন্যায় রায় দিয়ে ফাসির কাষ্টে ঝুলানোর চেষ্টা করেছিলো৷ আজকে হাজার বার প্রমানীত হয়েছে ট্রাইবোনাল,মামলা,সাক্ষী মিথ্যা ছিল৷
অন্তরবর্তী সরকারকে সম্মান করেছিলাম বলে তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে সরকার যদি সঠিক ভূমিকা পালন করে তার প্রতিটি কর্মে সহযোগীতা করবো৷
এটিএম আজহারের মুক্তির দাবি নিয়ে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলেন বিগত সময়ে ফাসির দন্ড প্রাপ্ত অনেক আসামিকে ক্ষমা করছিলেন৷
অনেকেই মুক্তি পেয়েছে আজহার ভাইয়ের মুক্তি বিলম্বিত করা যাবে না৷ আমরা রাজপথে নেমেছি উনার মুক্তিসহ সবগুলো সাজানো মিথ্যা মামলা অবিলম্বে বাতিল ঘোষনা করতে হবে৷ রাজপথে এসেছি মুক্তি নিশ্চিত না করে ফিরে যাব না৷
এমএস