ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতার মতো শহর পৃথিবীতে নেই : জয়া আহসান চলতি মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে : রাশেদ প্রধান জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না : নাহিদ ইসলাম সংস্কারবিহীন কোনো নির্বাচন জামায়াত গ্রহণ করবে না: তাহের দুঃখিত, এবার আর তা হবে না: প্রেস সচিব জুলাই অভ‍্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার, কোনো দল বা ব্যক্তি নয় : জুলাই ঐক্য পদ্মা সেতুর মামলার প্রতিবেদন গায়ের জোরে দিয়েছে বিগত কমিশন : দুদক চেয়ারম্যান সবুজ পৃথিবী চাই: বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি

রাবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৪

ছবি : সংগৃহীত

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণিত বিভাগের তিন শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সেমিফাইনাল ম্যাচ চলাকালে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, খেলার প্রথম ইনিংসে ব্যাট করে ম্যানেজমেন্ট বিভাগ ১৩৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। শেষ ওভারে গণিত বিভাগের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান। এ সময় গ্যালারিতে থাকা দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে গণিত বিভাগের তিন শিক্ষার্থীর মাথায় ও চোখে আঘাত লাগে। পরে আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।

এদিকে সংঘর্ষের পরও খেলা চালিয়ে যায় দুই দল এবং শেষ পর্যন্ত গণিত বিভাগ জয় লাভ করে।

গণিত বিভাগের এক শিক্ষার্থী বলেন, “খেলার শুরু থেকেই গ্যালারিতে থাকা ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা আক্রমণাত্মক ছিল। তারা নানাভাবে স্লেজিং করছিল। শেষ ওভারে যখন আমরা জয়ের কাছাকাছি ছিলাম, তখন তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে।”

অন্যদিকে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, “খেলা শান্তিপূর্ণভাবেই চলছিল। তবে একপর্যায়ে গণিত বিভাগের শিক্ষার্থীরা আমাদের ওপর আক্রমণ করতে এলে আমরা প্রতিহত করি।”

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলকাতার মতো শহর পৃথিবীতে নেই : জয়া আহসান

রাবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৪

আপডেট সময় : ০৭:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণিত বিভাগের তিন শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সেমিফাইনাল ম্যাচ চলাকালে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, খেলার প্রথম ইনিংসে ব্যাট করে ম্যানেজমেন্ট বিভাগ ১৩৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। শেষ ওভারে গণিত বিভাগের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান। এ সময় গ্যালারিতে থাকা দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে গণিত বিভাগের তিন শিক্ষার্থীর মাথায় ও চোখে আঘাত লাগে। পরে আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।

এদিকে সংঘর্ষের পরও খেলা চালিয়ে যায় দুই দল এবং শেষ পর্যন্ত গণিত বিভাগ জয় লাভ করে।

গণিত বিভাগের এক শিক্ষার্থী বলেন, “খেলার শুরু থেকেই গ্যালারিতে থাকা ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা আক্রমণাত্মক ছিল। তারা নানাভাবে স্লেজিং করছিল। শেষ ওভারে যখন আমরা জয়ের কাছাকাছি ছিলাম, তখন তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে।”

অন্যদিকে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, “খেলা শান্তিপূর্ণভাবেই চলছিল। তবে একপর্যায়ে গণিত বিভাগের শিক্ষার্থীরা আমাদের ওপর আক্রমণ করতে এলে আমরা প্রতিহত করি।”

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এমএস