রুবেল হাসান, শাজাহানপুর উপজেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধায় উপজেলার টেঙ্গামাগুরে খরনা ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষকদলের আহ্বায়ক ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়র সাইফুল ইসলাম রনি।
শাজাহানপুর উপজেলা কৃষকদলের আহবায়ক রেজাউল হক তালুকদার সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুল ইসলাম সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক এ্যাডঃ আবু সায়েম সুমন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক রনি,খরনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মঞ্জু,উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন,উপজেলা মহিলা দলের নেত্রী তানিয়া আক্তার জেমি,কৃষকদল নেতা রেজাউল, আবিদুল ইসলাম,খরনা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ওয়াদুদ হোসেন, সদস্য সচিব শরীফ আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাজু আহম্মেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের সংখ্যাগরিষ্ঠ করার লক্ষ্যে সারাদেশে ধারাবাহিক ভাবে কৃষক সমাবেশ করা হচ্ছে। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে কৃষক দল আরো শক্তিশালী হবে।