আল ইয়ামিন আবির,রাজশাহী জেলা প্রতিনিধিঃ
গত ১৩-২-২০২৫ তারিখে চুয়াডাঙ্গা জেলা বিএনপি শাখার পক্ষ থেকে এমন প্রেসনোট জারি করা হয় ।সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ এর স্বাক্ষরিত প্রেসনোট এ দেখা যায় “গাজী জাহিদের সাথে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই”।
জীবননগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মহানগর পশ্চিম পাড়ার গাজী জাহিদ হাসান্ পিতা নুর ইসলাম, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বর্তমানে কোন পর্যায়ের কোনো দায়িত্ব নেই। তার সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো সম্পর্ক নেই। তার কোন ধরনের কর্মকাণ্ডর দায় দল বহন করবেনা। বিষয়টি দলের সকল নেতাকর্মী্, স্থানীয় সম্মানিত এলাকাবাসী ও প্রশাসনকে অবহিত করা হলো”।
এলাকাবাসীর সূত্রে জানা,যায় বিদেশ থেকে দেশে ফেরার পর থেকে একের পর এক দলীয় ব্যানার ব্যবহার করে দলীয় নানা প্রকার শৃঙ্খলাভঙ্গ ও নানা প্রকার অপকর্মে জড়িত থাকাসহ নানা অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে গাজী জাহিদ হাসানকে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে সকল প্রকার সম্পর্ক প্রত্যাখ্যান ও তার সকল অপকর্ম-কর্মকান্ডের সকল দায় তার নিজের-এই মর্মে ১৩/০২/২০২৫ইং তারিখে প্রেসনোট প্রদান করেন।
গাজী জাহিদ হাসান ব্যবসায়ীকে আটক করে চাঁদা গ্রহণ, জোরপূর্বক জমি দখল, মানুষের হুমকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়, ব্যবসায়ী প্রতিষ্ঠান দখল, ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর, বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগসহ অসংখ্য অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে তার বিরুদ্ধে দলীয়ভাবে এমন কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা যায় ।
উল্লেখ্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সংযুক্ত আরব আমিরাত শাখার সাবেক সহ প্রচার সম্পাদক দায়িত্ত পালন করেছেন ।
এমএস