বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মুজাহিদ আলী খোকনকে সভাপতি ও নাজির খাঁনকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মুর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ বছরের জন্য কেন্দ্রীয় যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার এই আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। ৮ সদস্য বিশিষ্ট এই কমিটিতে অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি আরিফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হাসান মুন্না, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া,দপ্তর সম্পাদক শান্ত ইসলাম ও অর্থ সম্পাদক তানজিল তালুকদার রায়হান প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুর মুর্শেদ মামুন জানান,সততা, নিষ্ঠা ও সকল বাধাবিপত্তি অপ্রতিরোধ্য ভাবে অতিক্রম করে এগিয়ে যাবে সুনামগঞ্জ জেলার নবগঠিত কমিটি।
নবগঠিত কমিটির সভাপতি মুজাহিদ আলী খোকন বলেন, কেন্দ্রীয় কমিটি ৮ সদস্য কমিটি ঘোষণা দিয়েছে। দেশ ও জনগণের স্বার্থে রাজপথে সবসময় কাজ করে যাবে সুনামগঞ্জ যুব অধিকার পরিষদ।
সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূর বলেন, আমি বিশ্বাস করি মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে কাজ করবে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা।
মোঃ আব্দুল হালিম/এমএস