এমএ হালিম ,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
দেশজুড়ে চলমান অভিযানে সোমবার পর্যন্ত সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্টে জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর অভিযান তিনদিনে সুনামগঞ্জে এই ১৩ নেতাকর্মীকে আটক করা হয়।
আটককৃতরা সকলেই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের রাজনীতি করতেন।বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.জাকির হোসেন।
অপারেশন ডেভিল হান্টে জেলার শাল্লা, দোয়ারাবাজার, তাহিরপুর ,দিরাই, ছাতক , শান্তিগঞ্জ , সুনামগঞ্জ সদর ,মধ্যনগর ও জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় নেতৃবৃন্দ।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এমএস