সৈয়দ মুজতবা আলী ছিলেন একজন প্রখ্যাত বাংলা সাহিত্যিক, ঔপন্যাসিক, ছোটগল্প লেখক, প্রাবন্ধিক এবং অনুবাদক। তিনি তার হাস্যরসাত্মক লেখার জন্য বিশেষভাবে পরিচিত। তার লেখায় গভীর জ্ঞান, বুদ্ধিদীপ্ত হাস্যরস এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় পাওয়া যায়।
সৈয়দ মুজতবা আলী ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন।
তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং পরে জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি সংস্কৃত, ফারসি, আরবি, জার্মান, ফরাসি এবং ইংরেজি ভাষায় দক্ষ ছিলেন।
তিনি বিভিন্ন সময়ে শিক্ষকতা, সাংবাদিকতা এবং কূটনৈতিক পদে কাজ করেছেন।
-সাহিত্যিক অবদান তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে “দেশে বিদেশে”, “পঞ্চতন্ত্র”, “চাচা কাহিনী”, “ময়ূরকণ্ঠী”, “অবিশ্বাস্য” ইত্যাদি। তার লেখায় তিনি বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস এবং সমাজের চিত্র ফুটিয়ে তুলেছেন।সৈয়দ মুজতবা আলী ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।
সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যে এক অনন্য স্থান অধিকার করে আছেন তার মেধা, হাস্যরস এবং বহুমুখী প্রতিভার জন্য। তার লেখা আজও পাঠকদের মাঝে সমানভাবে জনপ্রিয়
মোয়াছ হাসান মুকিত/এমএস