ইমাম হোসেনকে আহবায়ক ও সেলিম রেজাকে সদস্যসচিব করে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। (৩১ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যুগ্ম-আহবায়ক হয়েছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাছেদ শরীফ ( নিলয়)। পটুয়াখালীর কৃতি সন্তান তিনি সরকারি তিতুমীর কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীদের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। একই সাথে তিনি তিতুমীর কলেজ ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করুন করছে।
বাছেদ শরীফ নিলয় বলেন, আমাকে যে দ্বায়িত্ব প্রদান করা হয়েছে আমি নিষ্ঠার সাথে পালন করব।
আমি শিক্ষার্থীদের মাঝে জনাব তারেক রহমান এর দেশ গঠনের ৩১ দফা পৌঁছে দেবো। সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিলাম আছি এবং থাকব। আমি প্রথম থেকে ছাত্রদলের সাথে যুক্ত আমি এর আগে সাবেক সহ-সাধারণ সম্পাদক, তিতুমীর কলেজে ছাত্র দল এ দায়িত্ব পালন করেছি। তিতুমীর কলেজ ছাত্রদল’কে সাধারণ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করতে চেষ্টা করছি ও সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দলোনে সাথে ছিলাম।
এমএস